পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ( o বঙ্গ-সাহিত্য-পরিচয়। মাত পিতা নাঞি যার সে যায় রাজার দ্বার দোষে শাস্তি গুণ হলো পূজে | ধনাকাজক্ষী হয়ে মোরে মা বাপ বিক্রয় করে আশ্বাস করিতে নাঞি বন্ধু। মূল্য দিয়া রাজা নিল অগ্নি-কুণ্ডে উৎসর্গিল এইবার রক্ষ দয়া-সিন্ধু৷ তব নামের মহত্ত্ব থাকে রমা-নাথ রাখ মোকে শিশু-মতি অজ্ঞান ব্রাহ্মণ। সর্ব্ব-ঘটে আছ কৃষ্ণ কতি শীত কতি উষ্ণ বুদ্ধ-মুখে শুষ্ঠাছি পুরাণ॥ পাপ ঘটে মনোনীত পুণ্য-স্থানে প্রজলিত এত পাপ কি কর্যাছি আমি। বুঝি পূর্ব পাতকে প্রকার করিয়া মোকে পোড়াইবে অগ্নি-কুণ্ডে তুমি। কর্যগছি যেমত ভাগ্য যা হয় তোমার যোগ্য অধম-তারণ-নাম গেল। শ্রীযুত লক্ষ্মণ বটে এত বল্য শিশু উঠে অগ্নি-কুণ্ডে প্রণাম করিল। ভগবানের কৃপা। বিপ্র-স্থত কুণ্ডের সমীপে দাড়ায়। লোকজন মনে করে পড়ে গিয়া প্রায়॥ দেখাতে লোকের মনে পড়ে গেল ঠাট। বন-পশু নিয়া গোলে হল্য যেন হাট ৷ ঐ কালে কুশধ্বজ দুটি হাত তুলি। কান্দ্যা কান্দ্যা ডাকে প্রভু রক্ষ বনমালী। যাই প্রভু এই কালে রাখ যদি রই। শুন্তে নাঞি পাও এই ডেক্যা ডেক্যা কই। অন্তর্য্যামী ভগবান বলে সর্ব্ব লোকে। এই ত উচ্চৈঃস্বরে আমি ডাকি হে তোমাকে॥ বৈকল্য করিছে শিশু প্রাণেতে কাতর। গোলোকে থাকিয় গুস্তে পান পরাৎপর॥