পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬২ কৃষ্ণের মথুরা গমনের কথা শুনিয়া শ্রীমতীর খেদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দধি দুগ্ধ লহ নন্দ শকটে পুরিয়া। ধনুর্ম্ময় যজ্ঞ রাজার দেখিবত গিয়া ৷ ইহা শুনি বৈল তবে সকল নগরে। কর লহ যাব সবে রাজার জুয়ারে ৷ কংসের আজ্ঞ হৈল যাইতে তথাকারে। সংহতি করিয়া লহ রাম দামোদরে॥ কংসের আরতি আনি দিল পাত্রবরে। যজ্ঞে যাবে দুই ভাই রাম দামোদরে। এত বোল বৈল নন্দ সব বিদ্যমানে। শুনিল শ্রীমতী কৃষ্ণ-মথুরা-গমনে। এত শুনি গোপীগণ হৈল অচেতন। লাজ ভয় দূরে করি করিল ক্রন্দন। অনেক ভাগ্যের ফলে জন্ম হইল গোকুলে। তে কারণে সঙ্গ পাইল নন্দের গোপালে। হেন নিধি যায় সর্থী আমায় ছাড়িয়া। কত ধন পাব সখী জীবন রাখিয়া॥ প্রাণের প্রাণনাথ মোরে যায়ত এড়িয়া। তিলেক না জীব সর্থী কানু না দেখিয়া॥ যে কানু দেখিতে সখী নিমিষ নাই করি। আখির আড়াল হৈলে নিমিষেকে মরি। তিলেক বিচ্ছেদ হৈলে কত যুগ মানি। রাত্রি দিন কৃষ্ণ বিনে অন্ত নাহি জানি॥ গুরু গর্ব্বিত দেখি ভয় না করিল। জাতি ভয় লাজ কুল সকল ত্যজিল ৷ কি করিব ঘর দ্বার স্বামী বন্ধুজন। আর না দেখিব সখী শ্রীমধুসূদন। যখন মথুরা কৃষ্ণ করিবে গমন। ধরিয়া রাখিব সখী কমল-লোচন॥ যদি গুরুজনা লাজ দিবেক আমারে। সকল ত্যজিব সর্থী জীয়ন্ত শরীরে॥ অনুমান করি সব গোপী গেলা ঘরে। সুসজ্জা রহিলা সবে কৃষ্ণ রহাবারে॥