পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মালাধর বস্থ–১৫শ শতাব্দী। HIV রজনী প্রভাত হৈল অক্রুর উঠিয়া। মপুর গমন। স্নান তৰ্পণ কৈল যমুনায় গিয়া॥ o নন্ঘোষ লয়ে অক্রর করিল গমন। সংহতি করিয়া নিল রাম নারায়ণ ৷ দধি দুগ্ধ ঘৃত নন্দ আয়োজন করি। কর দিতে যায় নন্দ মথুরা নগরী। রাম কৃষ্ণ লয়ে নন্দ চড়ে গিয়া রথে। দাগুইয়া যুবতীগণ র্কাদে সেই পথে॥ দেখিল অক্রর লয়ে যায় চক্রপাণি। কেঁদে কেঁদে গোপীগণ পড়িল ধরণী॥ অত্রর বলিয়া নাম কোন পাপী খুইল। তোমাকে (১) অধিক জর কোথা না দেখিল ৷ জগতের নাথ গোসাঞী আছিল এথাই ৷ সবার প্রাণ হরি লয়ে যাও সে কানাই॥ আজি শূন্ত হৈল মোর গোকুল নগরী। গোকুলের রত্ন কৃষ্ণ যায় মধুপুরী॥ আজি শূন্ত হৈল মোর রসের বৃন্দাবন। কৃষ্ণ মথুরায় গমন কৰিলে শিশু-সঙ্গে কেবা আর রাথিবে গোধন॥ গোপীগণের শোক। অনাথ হইল আজ সব ব্রজবাসী। সব মুখ নিল বিধি দিয়া দুঃখরাশি॥ আর না যাইব সর্থী চিন্তামণি ঘরে। আলিঙ্গন না করিব দেব গদাধরে॥ আর না দেখিব সখী সে চাদ-বদন। আর না করিব সখী সে মুখ চুম্বন। আর না যাইব সখী কল্পতরু-তলে। আর কানু-সঙ্গে সর্থী না গাথিব ফুলে॥ (২) (১) তোমা হইতে। (২) “কৈছনে যায়ব যমুনা-তীর। কৈছে নেহারব কুঞ্জ-কুটির॥ - সখীগণ সহ যৈছে কয়ল ফুলথেরি। কৈছনে জীয়ব তাহি নেহরি॥”, বিদ্যাপতি। -