পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سb را \A কুজা-মিলন। কুজত্ব-বিলোপ। মথুরার ঐশ্বর্য্য। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ত্রিবঙ্কা নাম মোর কংস-অনুচরী। গন্ধ-চন্দন যোগাই কুঙ্কুম কস্তুরী। যোগান লইয়া যাই কংসের জয়ারে। কি আজ্ঞা করহ মোরে নন্দের কুমারে। কন্দপ সমান দেখি তোমরা দুই জন। তোমাকেত ভাল সাজে এ গন্ধ-চন্দন ৷ লেহত সকল গন্ধ রাম দামোদরে। “ যে করুক কংস রাজা তারে নাহি ডরে। এতেক বলিয়া গন্ধ গোবিন্দেরে দিল। হাসিয়াত দুই ভাই সকলি পরিল। শু্যামল সুন্দর কৃষ্ণ কুঙ্কুম পরিল। নীলমেঘে শক্র-ধনু যেমন সাজিল ৷ স্কটিকের বর্ণ বলাই কন্তুরী পরিল। কৈলাস-শিখরে যেন কালিমা দেখিল৷ গন্ধ পরিয়া তুষ্ট হইল মুরারি। খণ্ডিল কুজা হৈল ত্রৈলোক্যমুন্দরী। কুজী মেলানি দিয়া রাম দামোদর। কৌতুকে ভ্রমিয়ে বুলেন সকল নগর। স্ফটিকের ঘর সব মুকুতার ঝারা। নেতের পতাকা উড়ে সুবর্ণের ধারা। সুধাকর নির্ম্মিত ঘর স্ফটিকের চাল। বিচিত্র বিচিত্র বৃক্ষ দেখিতে বিশাল॥ নানা বৃক্ষ দেখে সব বাধান পাথরে। গুয়া নারিকেল শোভে দুয়ারে দুয়ারে। নানা বর্ণে বিচিত্র কংসের মধুপুরী। স্বর্গে শোভা করে যেন ইন্দ্রের নগরী। মনদ মন্দ গতি চলে নন্দের নন্দন। ংসকে দেখিতে চলে মথুরা ভুবন॥ শিশুগণ সঙ্গে যায় দেব বনমালী। রাজপথে যাইতে করিল নানা কেলি। ধনুর্ম্ময় যজ্ঞ তবে দেখিল কত দূরে। যজ্ঞ করে দ্বিজগণ রাখয়ে কিঙ্করে ৷