পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মালাধর বহু—১৫শ শতাব্দী। দন্ত এড়ি গোবিন্দাই শুণ্ড চাপি ধরি শুও তুলিতে নারে বুলে চাক ভাঙরি বড় শব্দ করি হস্তী ভূমে দন্ত মারি। টানিয়া ছিড়িল শুগু দেব শ্রীহরি॥ লাফ দিয়া চড়িল সেই হস্তীর উপরে। সেই ভরে গেল হস্তী যমের দুয়ারে॥ তার দন্ত উপাড়িয়া নিল দুই ভাই। সেই দন্তে মাহুত মারি যম-ঘরে পাঠাই॥ হস্তি-সনে মাহুত মারিল গদাধরে। হস্তি-দস্ত কাধে করি সান্ধাল ভিতরে | হস্তী মাইল রক্ত লাগিল সকল শরীরে। একেত সুন্দর কৃষ্ণ অধিক রূপ ধরে॥ হাসিতে খেলিতে দুহে করিল গমন। সেই বেলা নানা মূর্ত্তি ধরে নারায়ণ॥ মল্ল সব দেখে যেন ব্যান্ত্রের সমান। ধার্ম্মিক রাজাগণ দেখে সুন্দর সেই কান (১)॥ স্ত্রীগণ দেখে যেন অভিনব মদন। নন্দ আদি গোপ সব দেখে শিশুগণ॥ দুষ্ট রাজাগণ দেখে যেন দণ্ড কাল (২)। বসুদেবকে দেখান কোলের ছাওয়াল প্রাণ নিতে যম আইসে দেখে কংসরায়। যদুবংশ বৃষ্ণিবংশ দেখেন তথায়॥ কুলের প্রদীপ মোর সুন্দর কানাঞী। এমন অদ্ভুত আমি কহু দেখি নাই॥ বিবিধ প্রকারে রূপ দেখি পুরীজন। মথুরা হইতে এই করিল গমন॥ বহুদেব খুইল লয়ে ননঘোষ-ঘরে। যশোদার কোলে আনি ভাণ্ডিল রাজারে॥ পূতন রাক্ষসী এই করিল নিধন। তৃণাবর্ত্ত মারি কৈল শকট ভঞ্জন। (১) কানাই। (২) কালদণ্ড। 인 রাজসভায় পৃথক্ পৃথক ব্যক্তির শ্রীকৃষ্ণের পৃথক রূপ দর্শন। যাদবগণের রামকৃষ্ণলীলা কথোপকথন।