পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মাধবাচার্য্য-১৬শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। צ'ילף হরিষ-বিস্ময়- বিষাদ-হৃদয় দণ্ড-বাড়ি লৈয়া যায়। শ্রমে ঘর্ম্ম গলে কম্পে কলেবরে মুকত কবরী ভারী। ঘন বহে শ্বাস করিয়া প্রয়াস স্থত বান্ধিবারে নারি॥ উদুখলে বান্ধি হরি খু্যা নন্দ ব্রজনারী যমল-অৰ্জুন উদ্ধার। থাকিলা আপন গৃহ-কামে। কুবের কুমার দুই মুনি-শাপে বৃক্ষ হই যমল অ ন তারা নামে ৷ দেখি তার সেই খানে চিন্তিয়া চাহিল মনে মুনির বচন সত্য কাযে। ধীরে ধীরে যজুরায় বিহরে মাএর ভয় প্রবেশ করিল তার মাঝে॥ একত্রেতে দুই মূলে বান্ধী হরি উদুখলে - তেরছ (১) হইয়া রহে গোড়ে। দিল এক টান হরি প্রচণ্ড শবদ করি যমল অর্জুন ভাঙ্গি পড়ে। মুনি-শাপ-বিমোচন ত্যজে বৃক্ষ দুই জন সিদ্ধ পুরষ বি মানে। দ গুবৎ কায় ক্ষিতি লোটাইয়া করে স্তুতি প্রভুর চরণ সন্নিধানে॥ কৃষ্ণ কৃষ্ণ যোগেশ্বর আদি পুরুষবর যমল-অৰ্জুনের স্তুতি। বিশ্বরূপ এক আধার। স্থল স্বল্প সত্ত্ব রজঃ পরম কারণ অজ (২) কে বুঝিব তোমার বিহার॥ তুমি ভগবান পতি হের করে প্রণতি পরম স গুণ ব্রহ্মময়। যুগে যুগে অবতার অংশরূপে কৃপা সার ইবে তুমি আপনি নিশ্চয়॥ 6) বাকা। (২) যাহার জন্ম নাই।