পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মাধবাচার্য্য—১৬শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। করিয়া একই যুত হরষিত নন্দস্থত হৈ হৈ রব চারি ভিতে॥ কাচ কাঞ্চন বেড়ি মণি মুকুতায় জড়ি অঙ্গে অঙ্গে সহজ ভূষণে। সুন্দর বনের ফুল বিকশিত বকুল পাছে ধায় কৌতুকে মোহনে॥ শিঙ্গা বেত্র বেণু ধন পরিহরি জনে জন দেখিয়া সমুখে ফেলি ধায়। কেহ দূরে লৈয়া যাই হাসি হাসি পুনঃ দেই মাধব হরষেতে গায়॥ আগে আগে ধায় কৃষ্ণ বন দেখিবারে। পাছে যায় শিশু সব ছুইবার তরে। মুঞি আগে আগে যাঙ শিশুকরে ধরি। এ সব কৌতুক করে বিহরে শ্রীহরি॥ কেহ পুনঃ পূরে কেহ বাজায় বিষাণ। কেহ পিকরব করি গায় নানা গান॥ পার্থীর ছায়ায় কেহ যায় হংস বাড়ি (?)। কেহ বকরূপ হৈয়া যায় গুড়িগুড়ি ৷ ময়ুর-পেখমে কেহ নাচে উল্লাসিত। মরকটে ধরি কেহ টানে মনোনীত। তার সঙ্গে কেহ রঙ্গে দেই লাফ। কেহ ভেক হৈয়া সলিলে দেই বাপ॥ বৃক্ষপল্লব ছায়া দেখি ঘন হাসে। সর্ব্বজন্তু রব করি (১) বুলে শুনি বাসে। ময়ূরের পথে চুড় বন্ত কুহুম ফুল ধাতু রঞ্জিত কলেবরে। কোটি কোটি কাম জিনিঞা লাবণ্য ধাম স্বরঙ্গ অধরে বেণু পুরে। হত অজগর রিপু বরিষে নীরস বপু দেখাইল সব সহচরে। (১) অনুকরণ করিয়া। දෘ9°ව