পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–শ্বামদাস—১৬শ শতাব্দী। ৭৯৭ যাইতে দেখিল কত দূরে ধেনুপাল। যমুনার তটে পড়ি কান্দিছে ছাওয়াল ৷ সবে মেলি গেল তবে কদম্বের তলে। দেখিল কালিয়া কৃষ্ণ কালিন্দীর জলে ৷ দেখিল দিয়াছে কৃষ্ণ কালিদহে বাপ। ভূমিতলে পড়ি নন্দ যশোদা বিলাপ৷ ধন্ত শুক পরীক্ষিত ভাগবত বাণী। দুঃখী শু্যামদাসে পার কর তরঙ্গিণী॥ কালিদহে কৃষ্ণ না দেখি যশোমতী চন্দ্রমুখী যশোদার বিলাপ। যেন বজ্রাঘাত পড়ে শিরে। ধরণীতে পড়ি কান্দে কেশপাশ নাহি বান্ধে তনু তিতে নয়নের নীরে॥ আরে বাছা যাদুরায় অনাথ করিয়া মায় জলে ঝাপ দিলি কার বোলে। কি করিব কোথা যাব কোথা গেলে ভেট পাব (১) প্রাণ পুড়ে ক্ষণে না দেখিলে৷ অনেক কামনা করি আরাধিয়া হরগৌরী তোমা পুত্র পাইয়াছি কোলে। আজি বিধি ভেল বাম আমায় এড়িয়া শু্যাম বাপ দিলে কালিন্দীর জলে ৷ পাপিষ্ঠ কংসের দূত আইসে যায় শত শত তোমারে সে বৈরি ভাব করি। দৈত্য-দানবগণে প্রকারে বধিলে বনে তাল ভোগে (২) ধেমুক সংহারি॥ গুণনিধি যাদু মোর বদন-চন্দ্রমা তোর - এ তিন ভুবন আলো করে। তিলে না দেখিলে কামু ধরিতে না পারি তনু আজি বিধি বাম হৈল মোরে॥ তোমার বিচ্ছেদে প্রাণ বুক বিদরিয়া জান নয়নে না পাই দেখিবারে। (১) দেখা পাব। (২) তাল-ভক্ষণ উপলক্ষে।