পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سobسb বঙ্গ-সাহিত্য-পরিচয়। পুলকিত হৈলা তরু-লতা-লোমাবলী। কোন তপ কৈলে তুমি কহিতে না পারি। কহ রে হরিণীগণ পুছে ব্রজনারী। সখী সঙ্গে যাইতে দেখ্যাছ বংশীধারী॥ চপল বঞান কি সকল হৈল তোরে। সফল জনম তোর হৈল পশুকুলে ৷ সে রূপ দেখিলে তুমি সে নন্দের নন্দন। কহ উপদেশ কথা শুন মৃগীগণ॥ কহ দেখি তরুগণ পুছিয়ে তোমারে। তোরা কি দেখিলে যাইতে সে নন্দকুমারে। ফুল ফলে নম্ৰ হৈয়া কৈলা পরণাম। সাধু সাধু বলি হরি কৈলে কি বাখান। কৃষ্ণ দরশন চিহ্ন দেখিল বিদিতে। কলিকা ভাঙ্গিয়া কৃষ্ণ গেলা এহি পথে॥ অভাগিনী গোপনারী করিয়ে জিজ্ঞাসে। স্বরূপে কহিবে তুমি কৃষ্ণ উপদেশে ৷ এহি মতে তরু লতা পুছিয়া বেড়ায়। বৃন্দাবনে ফিরে গোপী পাগলিনী প্রায়॥ ধরিতে না পারে চিত্ত না রহে জীবন। উপায় করিয়া প্রাণ রাখে কত জন॥ কত কত কর্ম্ম কৃষ্ণ কৈল অবতারে। গোপীগণ যেই যেই লীলারূপ ধরে। রঘুনাথ পণ্ডিতে রচিল রসময়। শুনিলে দূরিত খণ্ডে হরে ভব-ভয়॥ গুরুপদে করি মতি দীন হীন ভ্রান্ত। বিংশতি অধ্যায় রাস লিখে রামকান্ত॥