পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত-—নরহরি দাস—১৬শ শতাব্দী। bペー> সখী কহে সুবদনা কর ইবে সুমন্ত্রণা অচেতনে থাকিলে কি হবে। নরহরি কঙ্গে সার ষে যাহার সে তাহার যজ্ঞ হলি কাকে কোথা পাবে॥ তবে দেবী হরিপ্রিয়া সখী সব হেরি। স্থির হয়্যা নিবারিল নয়নের বারি॥ কি করি কি করি সই কি করি উপায়। কেমনে পাইব আমি প্রভু শুাম রায়। এ পক্ষেতে পিতা মোর না দিল সম্মতি। রুক্মিণীর দূত-প্রেরণ! কুমন্ত্রণ কৈল মোর ভাঞি দুষ্টমতি॥ কালি বঞি পরশু হইব অধিবাস। এ সব তদন্ত না জানিল শ্রীনিবাস॥ হেন উপকারী মোর কেহ যদি হয়। প্রভূর নিকটে সব সমাচার কয়॥ সংবাদ পাইলে যদি প্রভু না আইসে। মনেতে আছয়ে যাহা করিব তা শেষে। এ সব ভাবিয়া দেবী হৃদয়ের মাঝে। গোপ্তেতে (১) আনিল ডাকি পুরোহিত দ্বিজে। দ্বিজবরে দেখি দেবী কৈলা দণ্ডবং। দ্বিজ বলে হউ তব পূর্ণ মনোরথ। রুক্মিণী কহে আশীর্ব্বাদ করহ আমায়। কিন্তু এক নিবেদন করি তব পায়॥ মোরে কিনি লয়ে এক কৰ উপকার। চিরদিন দাসী হয়্যা রহিব তোমার॥ দ্বিজ কহে কেন মাত কহ অনুচিত। যে আজ্ঞা করিবে তাহা করিব তুরিত। কৃপা যদি কৈলে দ্বিজ দ্বারিকাতে যাহ। মোর নিবেদন এই শ্রীকৃষ্ণে জানাহ। শীঘ্র এক পত্র দেবী লিখিলা গোপ্তেতে। ৰুক্মিণীর পত্র। স্বস্তি হের প্রাণনাথ নমো জগৎপতে॥ (১) গোপনে।