পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b^* পুজার পথে। হর-পার্ব্বতী-পুঞ্জ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দ্বিজকুলে জন্ম মাত্র হই অচেতন। দেখি শুনি জানি তবে স্থির নহে মন। কটাক্ষেতে ব্রহ্মপদ দিতে যেই পারে। পুরী স্বর্ণময় হবে কি বিস্ময় তারে॥ হইনু বিক্রীতা মোরে করিলেন দেবী। তাহাতে সম্পদ সব দেখিলাম ভাবি ৷ কিন্তু আমি মুর্থ ধনে হইলু লুব্ধ মন। ভক্তিভাবে না বাঞ্ছিতু তাহার চরণ॥ তবে দ্বিজ যায়্যা তারে লৈল সমাদরে। পরম আনন্দে দ্বিজ আলয়ে বিহরে ৷ হেথা দেবী ভীষ্মক-তনয়া হরি-প্রিয়া। সর্ব্বদা আছয়ে কৃষ্ণ-গত-চিত্ত হয়্যা॥ ভীষ্মক-তনয় ডাকি বৈল ধাত্রীগণে। রুক্মিণীরে লহ হর-পার্ব্বতীর স্থানে॥ ংবাদ পাইলা যেই আইলা শিশুপালে। পূজা অন্তে অধিবাস কৈল তৎকালে ৷ আজ্ঞা মাত্রে ধাত্রী চলে রুক্মিণী-আলয়। শ্রীগুরু-চরণে দাস নরহরি কয়॥ ধাত্রী বলে রাজকন্ত কর বেশদ্যাস। দেবাচৰ্চনা অন্তেতে হইব অধিবাস॥ ভূষায় ভূষিত হইয়া সখীগণ সাথে। চলিল রুক্মিণী হর-পার্ব্বতী পূজিতে। গন্ধ পুষ্প ধূপ দীপ ষোড়শ উপচারে। কমলা দেবী পূজিলেন পার্ব্বতী-শঙ্করে। পূজা-শেষে রুক্মিণী দেবী করয়ে প্রার্থনা। অধিষ্ঠিত হইলেন ত্রিলোচন ত্রিলোচনা ৷ দোহো বর দিলা পূর্ণ হইব বাঞ্ছিত। প্রণমিঞা গৃহে দেবী চলিলা তুরিত॥ হেথা সব নৃপগণ সমাজ করিয়া। নানা রাজ-আভরণ অঙ্গেতে ভূষিয়া॥ হেন কালে সেই পথে চলে মহাদেবী। - আচম্বিতে হইল যেন কোটি চন্দ্র-চ্ছবি।