পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*88 কংস-ভয়ে দেবগণের দুরবস্থা। (১) সর্ব্বশ্রেণীর পরস্পরের প্রতি ব্যবহার দর্শনে কোন পার্থক্য বুঝা বঙ্গ-সাহিত্য-পরিচয়। কেতকী-কুসুম-ধুলি দেখিয়ে নগরে। যে অঙ্গে দেখিএ সেই অঙ্গে অলঙ্কার। না জানি বিধাতা জানে কত পরকার॥ না দেখিল গায়ে বিনি সুগন্ধি-চন্দনে। কপূর তাম্বুল বিনি না দেখি বদনে॥ সুগন্ধি-কুসুম বিনি না দেখিএ কেশে। মদন সহিত কিছু না দেখি বিশেষে॥ সভেঞি সুন্দর আরো মনোহর ভাতি। বিনি না পুছিলে কারো না জানিএ জাতি॥ (১) রজনীতে ভয় কিছু নাহি পুরজনে। হাতে ধনু নগরে জাগএ পাচ বাণে (২)॥ পথের দেশপাশে সারি সারি রামকলা। লম্বে হেম-কলস উপরে জয়মালা॥ কৌতুকে নাগরী সব দেখে চন্দ্রসারে। মদনে পাতিল যেন চান্দের পসারে॥ যবে সে রাবণ যেন হএ দশমুখ। তবে কিছু অনুভই মথুরার মুখ ৷ হাটে কলরব শুনি হেন লয় মনে। পুনরপি কেবা করে পয়োধি মথনে॥ ব্রহ্মাতে যতেক মনে করিবারে নারে। তভূ অস্ত নাই সব একেক পসারে॥ যেখানে পসরা লোক তার কাছে কাছে। মধুয়ে বেটিয়ে (৩) যেন মধুমাছি আছে। জন-কলরবে কেহো কারো না শুনে বচনে। আখরে লেখিয়া দেই যার যেই কামে॥ মথুরা-মহিমা কেহো কহিতে না জানি। ংসরাজার যেই খানে রাজধানী॥ ব্রহ্মাএ যাহার ডরে জপমালা করে। মহেশ যাহার ডরে ভিক্ষুক আচরে॥ (২) কামদেব। (৩) বেষ্টিয়া।