পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brQ8 বঙ্গ সাহিত্য পরিচয়। জনম গোঙাব সুখে কখন না পাব দুঃখে একে একে শুন বিবরণ॥ কুলের আমরা নারী প্রাণ কি ধরিতে পারি শু্যাম বন্ধুর না শুনি বচন। ললিত কহেন শুন শুন ভাই সর্ব্বজন নরসিংহ দাস বিরচন॥ গোপিকার বারমাসী। কহিয় কানুরে হংস কহিয় কামুরে। অভাগিনী গোপী তার মনে নাহি স্মরে॥ শুন হংসবর তোরে করি নিবেদন। বার মাসের সুখ দুঃখ করহ শ্রবণ॥ পাইল অগ্রাণ মাসে নবীন পারিতি। কাত্যায়নী ব্রত করি পাইল কৃষ্ণপতি॥ একে একে গোপীগণ বন্দিল চরণ॥ সেই মাসেতে হইল প্রেমের অঙ্কুর। এত কি জানিব দুঃখ দিবেক অক্রুর॥ আইল পৌষ মাস হিমের প্রভাবে। শীত বলি নাহি জানি কৃষ্ণের উন্মাদে॥ সখী চারি পাচ মেলি কাখে কুম্ভ করি। যমুনায় ভরিতাঙ জল চাদ-মুখ হেরি॥ জলকেলি গতাগতি করি ঐ ছলে। সখী সব হইতাঙ জড় কদম্বের তলে ৷ শীত বলি না জানিতাঙ শু্যাম সঙ্গে রয়্যা এই পৌষে মরে তারা কান্দিয়া কান্দিয়া॥ একে সে বিরহ-জাল হিম করে তায়। কহিয় শুমেরে তারা বড় দুঃখ পায়॥ মাঘ মাসে থাকিতাঙ নানান কৌতুকে। আপনি হইয়া দানী রহিত রাজপথে॥ শু্যাম সঙ্গে মাঘ মাসে রহিতাঙ বসিয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল পসরা সাজিয়া॥ অই ছলে কৃষ্ণে বেড়ি রহিতাম বসিয়া। কত রসকথা কৃষ্ণ কহিত হাসিয়া॥