বাঙ্গলা ব্যাকরণ/পুরুষ

পুরুষ।

 পুরুষ ত্রিবিধ; প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। অম্মদ্ অর্থাৎ আমি এই পদ প্রথম পুরুষ। যুষ্মদ্ অর্থাৎ তুমি এই পদ[] দ্বিতীয় পুরুষ। আর তদ্ভিন্ন যাবতীয় তৃতীয় পুরুষ।


  1. দ্বিতীয় পুরুষ সম্ভ্রান্ত হইলে তুমি এই পদের পরিবর্ত্তে আপনি, মহাশয় ইত্যাদি পদ ব্যবহৃত হয়, আর হেয় হইলে তুই এই পদ প্রযুক্ত হইয়া থাকে।