বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
→‎বাংলাদেশের সংবিধান: নতুন অনুচ্ছেদ
Bellayet (আলোচনা | অবদান)
৫৪ নং লাইন:
 
বাংলাদেশের সংবিধান পাবলিক ডোমেইনের আওতায় নয় বলে আমার ধারণা, নিশ্চিত নই যে এটি এখানে প্রকাশযোগ্য কিনা। আর আপনার বন্ধু ঠিক কোথা থেকে লেখাগুলো দিয়েছেন তাও বুঝতে পারছি না। আমার কাছে যে [http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?id=957 সোর্স]] রয়েছে তার সাথেও মেলাতে পারছি না। বাংলাদেশের সংবিধানটি অনেক বড় তাই গুছিয়ে না করতে পারলে শেষে মেলানো যাবে না। তাই আপাতত আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশ সংবিধান নিয়ে কাজ না করা। আর যদি করেনই তাহলে শুরু থেকে আরম্ভ করতে বলুন এবং শেষতক চালিয়ে যেতে বলুন। তবে অবশ্যই তার সাথে একজন অভিজ্ঞ কাউকে প্রয়োজন হবে। কারণ আনাড়ি হাতে কাজটা করলে গুলিয়ে যাওয়ার সম্ভবনাই বেশি।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৩:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১১ (UTC)
 
== রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতা ==
 
সম্প্রতি বাংলা উইকিসংকলনে কিছু ইংরেজি পাতা সংযুক্ত করা হয়েছে। খুব সম্ভবত পাতাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতা রাখা হয়েছে। আপনাকে এগুলো রবীন্দ্রনাথের কি না তা নিশ্চিত করার অনুরোধ করছি। যদি তা সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হয়ে থাকে তাহলে পাতাগুলো ইংরেজি উইকিসোর্সে সরিয়ে নিতে হবে। আশা করি সুযোগ মত সময় করে এ পাতাগুলোতে একটু নজর রাখবেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৫:৫৭, ৮ মার্চ ২০১১ (UTC)