পাতা:ঝিলে জঙ্গলে শিকার - কুমুদনাথ চৌধুরী - প্রিয়ম্বদা দেবী.pdf/১৩৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Text from Google OCR
 
(কোনও পার্থক্য নেই)

১৬:২২, ৮ অক্টোবর ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিভবাদী পশু বিভাগ। শব্দকল্পদ্রুমঃ। ( নূতন সংস্করণ ) | কাগজ ও ছাপা অত্যুৎকৃষ্ট। মূল্য অভাবনীয় সুলভ। যাহা কেহ কখন আশাও করেন নাই, কেই কখন স্বপ্নেও ভাবেন নাই তাহাই ঘটিল। ছয় টাকা মুল্যে এই বিরাট ও সম্পূর্ণ কোষগ্রন্থ, এত উৎকৃষ্ট কাগজে ছাপিয়া বিক্রয় করিতে ছ দেখিয়া সকলেই বিস্মিত হইয়াছেন। বাস্তবিকই কাগজের এই দুর্ভিক্ষের সময়ে এত অল্প মুল্যে রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর কৃত অমুল্য গ্রন্থ শব্দকল্পদ্রুম এত সুলভে বিক্রয় করা বিস্ময়ের কথা সত্য। আমরা লোভের দিকে আদৌ দৃষ্টি না রাখিয়া সাধারণের সুবিধার জন্যই এরূপ অনুষ্ঠান করিয়াছি। এ সম্বন্ধে তধিক বলা নিষ্প্রয়ােজন। এক কথায় এমন বিশুদ্ধ ংস্করণ এত উৎকৃষ্ট কাগজে ছাপা ও এত সুলভ মূল্যে আর পাওয়া যাইবে না। পুকুও অধিক মাই ফুরাইয়া আসিতেছে। সুতরাং যাহার লইবার ইচ্ছ। এই সময়ে সত্বর হউন নচেৎ পরে আমরা কাহারও অনুরােধ রাখিতে পারিব না। হাতে লইলে মূ্য ছয় টাকা এবং ভিঃ পিঃ বা রেল পার্শ্বেলে মাশুল স্বতন্ত্র লাগিবে। ভিঃ পিঃ বা রেল পালে লইতে হইলে অর্ডারের সঙ্গে সঙ্গে অগ্রিম দুই টাকা পাঠাইতে হয়, নচেৎ পুস্তক প্রতি হয় না। ডিটেকটিভের গল্প। (হিতবাদী হইতে পুদ্রিত।) প্রথম খণ্ড। এই খণ্ডে ৫টা সম্পূর্ণ গল্প আছে। প্রায় এক শত পৃষ্ঠায় এক খণ্ড শেষ হইয়াছে। যাহারা হিতাদী পড়ি ছেন, তাহারা জানেন এ গল্প গুলি কিরূপ কৌতুহলোদ্দীপক। একবার আরম্ভ করিলে শেষ না করিয়া ছাড়া যায় না। মূল্য চারি আনা ত্র। উঃ মাঃ স্বতন্ত্র। বিদ্যাপতি। | সমগ্র বঙ্গীয় পদাবলী । পণ্ডিত কালীপ্রসন্ন কাব্যবিশারদ কর্তৃক সঙ্কলিত। বঙ্গের আদি কৰি বিদ্যাপতির সুমধুর পদাবলী কবিত্বে ও ভাব মাধুৰ্য অতুলনীয়। কাব্যরসপানে যাহাদের অনুরাগ বা আকাঙ্খ আছে, তাহাদিগের বিদ্যাপতির পদাবলী অবশ্য পাঠ্য। প্রাচীন বঙ্গীয় সাহিত্যে বিদ্যাপতির পদাবলী দুর্লভ রত্নরাজিতুল্য। যিস্থপতির কাব্যসুধ যাহারা পান করিয়াছেন, তাদিগের প্রাচীন কাব্যের রস গ্রহণ সম্পূর্ণ হয় নাই। এই কথা সকলকেই স্বীকার করিতে হইবে। বঙ্গ-সাহিত্য সম্বন্ধে যে সকল মহোদয় আলােচনা করিয়াছেন, তঁহারা সকলে বিঙ্গাপতির কবিত্বে ও ভাবধুর্য বিস্মিত হইয়া মুক্তকণ্ঠে অমর কবির কাব্যের ভূয়সী প্রশংসা করিয়াছেন। বঙ্গের এই প্রাচীন কবি বিদ্যাপতির প্রতি বঙ্গবাসী ইতঃপূর্বে যথােচিত সম্মান প্রকাশ করেন নাই। বিদ্যাপতি মৈথিল ভাষায় কবিতা লিখিয়াছেন তা বুঝিতে ধারণ পাঠকের কিঞ্চিৎ অসুবিধা হব, এঞ্জস্য বটতলার প্রকাশকদিগের অনুগ্রহে বিভাপতির অস্তিত্ব থাকিলেও যথােচিত যত্ন