লেখক:ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
RiazACU (আলোচনা | অবদান)
সংশোধন
৩ নং লাইন:
| শেষ_নাম = বন্দ্যোপাধ্যায়
| প্রথম_আদ্যক্ষর = ব
| বিবরণ = পণ্ডিত, গবেষক, সা্ংবাদিক।সাংবাদিক। প্রবাসী, মডার্ন রিভিউ-এর সহ-সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষদের বিভিন্ন প্রকাশনার সম্পাদক ও পরিষদের সচিব ছিলেন। ১৯৫২ সালে রবীন্দ্র পুরস্কার পান।নলিনীরঞ্জন পন্ডিত ও অমূল্যচরণ বিদ্যাভূষণের সান্নিধ্যে এসে ব্রজেন্দ্রনাথ সাহিত্যচর্চায় উৎসাহী হয়ে ওঠেন। বিদ্যাভূষণের তত্ত্বাবধানে তিনি নবাবী আমলের ইতিহাস অবলম্বন করে লেখেন বাঙ্গলার বেগম (১৩১৯)। এটি তাঁর প্রথম গ্রন্থ। তবে তিনি যদুনাথ সরকারের সান্নিধ্য লাভ করে ইতিহাস অনুশীলনের বৈজ্ঞানিক ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।তিনি ১৯২৯ সালে প্রবাসী ও Modern Review পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন। বাংলা ১৩৩৭ সনে বঙ্গীয় সাহিত্য-পরিষদের সঙ্গে তাঁর সম্পর্কে গড়ে ওঠে। ১৩৩৯ সনে তিনি পরিষদের কার্য-নির্বাহক-সমিতির সভ্য হন এবং ১৩৪১ সনে পরিষদের ‘আজীবন সদস্য’ পদ লাভ করেন। পরে গ্রন্থাধ্যক্ষ (১৩৪০-৪১, ১৩৫২-৫৫), সহকারী সম্পাদক (১৩৪১-৪২), পরিষদ পত্রিকার সম্পাদক (১৩৪৫-৪৬) পরিষদের সম্পাদক (১৩৪৭-৫১, ১৩৫৬-৫৯) প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। ইতোমধ্যে শোভাবাজার-রাজবাড়ির গ্রন্থাগার থেকে তিনি বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ-এর পুরো ফাইল ও অন্যান্য সাময়িক পত্রিকার বিপুল ভান্ডার আবিষ্কার করেন।
}}