পাতা:কবিতাসংগ্রহ ৩ - তপোধীর ভট্টাচার্য.pdf/৫০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Titodutta (আলোচনা | অবদান)
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "যে লেখে সে আমি নই অন্য কেউ একথা জানিয়ে। ফের মুখােশ-সংহিত..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

২০:০৪, ২৯ মার্চ ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে লেখে সে আমি নই অন্য কেউ একথা জানিয়ে। ফের মুখােশ-সংহিতা মেনে নেয় ধূর্ত কবি হলে শিরােপা চলে যাবে অন্য কোনাে চতুর শিবিরে এভাবেই রাত আসে দিনের পেছনে এবং ছায়ারা আলাের দোসর হয়ে দেখা দেয় আর সব কিছু রয়ে যায় যেমন থাকার কথা জানা ও না জানার ঠিক মাঝখানে এসব যে বলে। সে কি আমি নাকি অন্য কোনাে কেউ রাত // ৯-৫০// ২.১১.১০// বিশ্ববিদ্যালয় আবাসন তুমি কি আমাকে নেবে? এই। দীর্ঘ অবেলায়! যদি না নাও, কুয়াশা সাক্ষি করে বলি নৌকো ডুবে যাবে । আসলে আমিই ডুবিয়ে ভাসিয়ে সব তছনছ করে বলে যাব তুমি নিতে চেয়েছিলে কোনােদিন আমাকে না-নিয়ে ফিরে গেছ বলে থেমে গেছে সমস্ত পৃথিবী রাত // ১০-৩০// ৩০.১১.১০// বিশ্ববিদ্যালয় আবাসন ৪৬