পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

১৯:৪২, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

১৪ নিয়মাবলী প্রণয়নের ক্ষমতা। কোন প্রতিরূপণ করেন যাহা কোন সারবান বিবরণ সম্পর্কে মিথ্যা তিনি ছয়মাস পর্যন্ত প্রসারিত হইতে পারে এরূপ মেয়াদের কারাবাসে অথবা জরিমানায়, অথবা উভয়থা, দণ্ডনীয় হইবেন। ১৮। (১) কেন্দ্রীয় সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যসমূহ কার্যে পরিণত করিবার জন্য নিয়মাবলী প্রণয়ন করিতে পারেন । | (২) বিশেষতঃ এবং পূর্বগামী ক্ষমতার ব্যাপকতা ক্ষুন্ন না করিয়া, ঐরূপ নিয়মাবলী দ্বারা নিম্নলিখিত বিষয়সমূহের জন্য ব্যবস্থা করা যাইবে-- (ক) এই আইন অনুযায়ী রেজিষ্ট্রিকৃত হইবার জন্য অনুজ্ঞাত বা প্রাধিকৃত কোন কিছুর রেজিস্ট্রিকরণ, এবং ঐরূপ রেজিস্ট্রিকরণ সম্পর্কে শত ও বাধানিষেধসমূহ ; (খ) এই আইন অনুযায়ী ব্যবহার্য ফরমসমূহ ও রক্ষিতব্য রেজিষ্ট্ৰিবহিসমূহ ; (গ) এই আইন অনুযায়ী আনুগত্যের শপথ পাঠ করান ও গ্রহণ করা এবং যে সময়ের মধ্যে ও যে প্রণালীতে ঐরূপ শপথ গৃহীত ও লিপিবদ্ধ হইবে সেই সময় ও প্রণালী ; (ঘ) এই আইন অনুযায়ী কোন ব্যক্তি কর্তৃক প্রদত্ত হইবার জন্য অনুজ্ঞাত বা প্রাধিকৃত কোন নােটিস প্রদান; (ঙ) এই আইন অনুযায়ী নাগরিকতা হইতে বঞ্চিত ব্যক্তিগণের রেজিস্ট্রিভুক্তি বাতিলকরণ ও ঐ ব্যক্তিগণ সম্পর্কিত দেশীয়করণের শংসাপত্রের বাতিলকরণ ও সংশােধন, এবং ঐ উদ্দেশ্যসমূহের জন্য ঐরূপ শংসাপত্রের অর্পণ ; (ঙ) ৬ক ধারার (৬) উপধারায় (ক) ও (খ) প্রকরণের উল্লিখিত ঘােষণাপত্রসমূহ যে প্রণালীতে ও যে ফরমে এবং যে প্রাধিকারীর নিকট পেশ করিতে হইবে তাহা এবং ঘােষণাপত্রের সহিত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ; (চ) ভারতীয় বাণিজ্য দূতাবাসে, ভারতের বাহিরে জাত বা মৃত যেকোন শ্রেণীর ব্য বর্ণনার ব্যক্তিগণের জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রিকরণ; (ছ) এই আইন অনুযায়ী আবেদন, রেজিস্ট্রিকরণ, ঘােষণা ও শংসাপত্র সম্পর্কে, আনুগত্যের কোন শপথ গ্রহণ সম্পর্কে, এবং দস্তাবেজের শংসিত বা অন্যরূপ প্রতিলিপি সরবরাহ সম্পর্কে, ফী সমূহের উগ্রহণ ও সংগ্ৰহণ ; (জ) অন্ত কোন দেশের নাগরিকতা অর্জনের প্রশ্ন মীমাংস।