পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:৪২, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

'। , , ' ,

  • ৯,

' ** ' ' , • •.. নাগরিকতা আইন, ১৯৫৫ ১৯৫৫-র ৫৭ নং আইন ভারতীয় নাগরিকতা অর্জন ও অবসানের জন্য ব্যবস্থা করণার্থ আইন। ( ৩০শে ডিসেম্বর, ১৯৫৫ ] ভারত সাধারণতন্ত্রের ষষ্ঠ বর্ষে সংসদ কর্তৃক নিম্নরূপে বিধিবদ্ধ হইল : ১। এই আইন নাগরিকতা আইন, ১৯৫৫ নামে অভিহিত সংক্ষিপ্ত নাম। হইবে। ২। (১) এই আইনে, প্রসঙ্গতঃ অশ্যথা আবশ্যক না হইলে, অর্থ-প্রকটন। (ক) “ভারতস্থ কোন সরকার” বলিতে কেন্দ্রীয় সরকার বা কোন রাজ্য সরকার বুঝাইবে; “নাগরিক, প্রথম তফসিলে বিনিদিষ্ট কোন দেশ সম্পর্কে, বলিতে এরূপ কোন ব্যক্তিকে বুঝাইবে যিনি ঐ দেশে তৎসময়ে বলবৎ নাগরিকতা বা রাষ্ট্রিকতা বিধি অনুযায়ী ঐ দেশের একজন নাগরিক বা রাষ্ট্রিক ; “নাগরিকতা বা রাষ্ট্রিকতা বিধি, প্রথম তফসিলে বিনির্দিষ্ট কোন দেশ সম্পর্কে, বলিতে ঐ দেশের বিধানমণ্ডলের এরূপ কোন আইন বুঝাইবে যাহা, ঐ দেশের সরকারের অনুরোধক্রমে, কেন্দ্রীয় সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঐ দেশের। নাগরিক বা রাষ্ট্রিকতার জন্য বিধানকারী আইন রূপে ঘােষণা করিয়াছেন : তবে, সংসদের উভয় সদনের পূর্বানুমােদন ব্যতিরেকে, দক্ষিণ আফ্রিকা সঘ সম্পর্কে ঐরূপ কোন প্রজ্ঞাপন প্রদত্ত হইবে না। (ঘ) “ভারতীয় বাণিজ্য দূতাবাস” বলিতে ভারত সরকারের কোন বাণিজ্যদৃতিক আধিকারিকের কার্যালয় বুঝাইবে যেখানে জন্মসমূহের একটি রেজিষ্ট্ৰিবহি রক্ষিত হয় অথবা যেক্ষেত্রে ঐরূপ কোন কার্যালয় নাই সেক্ষেত্রে যেরূপ বিহিত হইতে পারে সেরূপ কার্যালয় বুঝাইবে;