পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:৪৪, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

(ছ) । | বলা ।" (ঙ) “নাবালক” বলিতে এরূপ কোন ব্যক্তিকে বুঝাইবে যিনি আঠার বৎসর বয়স প্রাপ্ত হন নাই; “ব্যক্তি” বলিতে উহা কোন কোম্পানি বা পরিমেল বা ব্যক্তিবর্গকে, তাহা নিগমবদ্ধ হউক বা না হউক, অন্তভুক্ত করিবে না; “বিহিত” বলিতে এই আইন অনুযায়ী প্রণীত নিয়মাবলী দ্বারা বিহিত বুঝিইবে; “অবিভক্ত ভারত” বলিতে মূলতঃ যথাবিধিবদ্ধ ভারত শাসন আইন, ১৯৩৫-এ যথা-সংজ্ঞার্থনিণীত ভারত বুঝাইবে। (২) এই আইনের প্রয়োজনার্থে, কোন রেজিস্ট্রিকৃত জাহাজে বা বিমানে জাত অথবা কোন দেশের সরকারের কোন অ-রেজিস্ট্রিকৃত জাহাজ বা বিমানে জাত কোন ব্যক্তি, যে স্থানে ঐ জাহাজ বা বিমান রেজিস্ট্রিকৃত হইয়াছিল সেই স্থানে অথবা, স্থলবিশেষে, ঐ দেশে জন্ম গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন । (৩) এই আইনে কোন ব্যক্তির জন্মের সময়ে ঐ ব্যক্তির পিতার স্থিতির ব্য বর্ণনার কোন উল্লেখ, যে ব্যক্তি তাঁহার পিতার মৃত্যুর পর জন্মিয়াছেন তাহার সম্পর্কে, পিতার মৃত্যুর সময়ে পিতার স্থিতির বা বর্ণনার উল্লেখ বলিয়া অর্থ করিতে হইবে; এবং যেক্ষেত্রে ঐ মৃত্যু এই আইনের প্রারম্ভের পূর্বে এবং জন্ম ঐ প্রারম্ভের পরে ঘটে সেক্ষেত্রে যে স্থিতি বা বর্ণনা ঐ পিতা এই আইনের প্রারম্ভের পরে মৃত হইলে তাহার প্রতি প্রযােজ্য হইত, তাহা তাহার মৃত্যুর সময়ে তাহার প্রতি প্রযােজ্য স্থিতি বা বর্ণনা বলিয়া গণ্য হইবে। (৪) এই আইনের প্রয়ােজনর্থে কোন ব্যক্তি, যদি তিনি নাবালক না হন, পুর্ণবয়স্ক বলিয়া এবং, যদি তিনি অসুস্থমন। না হন, পূর্ণসামর্থযুক্ত বলিয়া গণ্য হইবেন। জন্মসূত্রে নাগরিকতা। নাগরিকতা অর্জন ৩। (১) (২) উপধারায় যেরূপ ব্যবস্থিত আছে সেরূপে ভিন্ন, যিনি ভারতে (ক) ২৬শে জানুয়ারি, ১৯৫০ তারিখে বা উহার পরে, কিন্তু নাগরিকত (সংশােধন) আইন, ১৯৮৬-র প্রারম্ভের পূর্বে জন্মিয়াছেন, (খ) ঐরূপ প্রারম্ভে বা উহার পরে জন্মিয়াছেন এবং যাহার