পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
________________

অসম ঐকমত্যের আওতাধীন ব্যক্তিগণের নাগরিকতা সম্পর্কে বিশেষ বিধান।
হয়, সেই তারিখ হইতে দেশীয়করণসূত্রে ভারতের একজন নাগরিক হইবেন। ৬ক। (১) এই ধারার প্রয়ােজনার্থে-- (ক) “অসম” বলিতে নাগরিকত (সংশােধন) আইন,
১৯৮৫-র প্রারম্ভের অবাহিত পূর্বে অসম রাজ্যের অন্তভুক্ত রাজ্যক্ষেত্রসমূহ বুঝাইবে;
(খ) “বিদেশী বলিয়া অভিজ্ঞত” বলিতে বিদেশী ১৯৪৬-এর
সম্পর্কিত আইন, ১৯৪৬ ও বিদেশী সম্পর্কিত ৩৯। (ট্রাইবিন্যাল) আদেশ, ১৯৬৪-র বিধানসমূহ অনুসারে, উক্ত আদেশ অনুযায়ী গঠিত কোন ট্রাইবিটন্যাল দ্বারা, বিদেশী বলিয়া অভিজ্ঞাত বুঝাইবে;
(গ) “বিনির্দিষ্ট রাজ্যক্ষেত্ৰ” বলিতে নাগরিকতা
(সংশোধন) আইন, ১৯৮৫-র প্রারম্ভের অব্যবহিত পূর্বে বাংলাদেশের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রসমূহ
বুঝাইবে; (ঘ) কোন ব্যক্তিকে ভারতে উদ্ভূত বলিয়া গণ্য করা হইবে
যদি তিনি বা তাহার পিতামাতার মধ্যে কেহ অথবা তাঁহার পিতামহ-পিতামহী বা মাতামহ-মাতামহীর মধ্যে কেহ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করিয়া থাকেন ।
কোন ব্যক্তি সেই তারিখে বিদেশী বলিয়া অভিজ্ঞাত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন যে তারিখে বিদেশী সম্পর্কিত (ট্রাইবিউন্যাল) আদেশ, ১৯৬৪ অনুযায়ী গঠিত কোন ট্রাইবিউল সংশ্লিষ্ট আধিকারিক বা প্রাধিকারীর নিকট এই মর্মে স্বীয় অভিমত পেশ করেন
যে ঐ ব্যক্তি একজন বিদেশী। | (২) ৬) ও (৭) উপধারার বিধানসমূহ সাপেক্ষে, ভারতে উদ্ভূত যে সকল ব্যক্তি ১লা জানুয়ারি, ১৯৬৬ তারিখের পূর্বে বিনির্দিষ্ট রাজ্যক্ষেত্র হইতে অসমে আসিয়াছিলেন (১৯৬৭ খ্রীস্টাব্দে অনুষ্ঠিত লােকসভা সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহৃত নির্বাচক তালিকায় যাহাদের নাম অন্তর্ভুক্ত হইয়াছিল তাহার সমেত) এবং অসমে প্রবেশ করিবার তারিখ হইতে সাধারণভাবে অসমে বসবাসকারী রূপে রহিয়াছেন, সেই সকল ব্যক্তি ১লা জানুয়ারি, ১৯৬৬ তারিখ হইতে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন।