পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

২০:০৪, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

মিথ্যা প্রতিরূপণ বা কোন সারবান তথ্য গােপন করার দ্বারা লব্ধ হইয়াছিল ; অথবা (খ) ঐ নাগরিক কার্য বা বাক্য দ্বারা নিজেকে বিধি দ্বারা যথা-প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অনুগতাহীন বা বিরূপভাবাপন্ন প্রতিপন্ন করিয়াছেন ; অথবা ঐ নাগরিক, যাহাতে ভারত ব্যাপৃত থাকিতে পারে এরূপ কোন যুদ্ধ চলাকালে, কোন শত্রুর সহিত বিধিবিরুদ্ধভাবে ব্যবসায় চালাইয়াছেন বা যােগাযােগ করিয়াছেন, অথবা এরূপ কোন কারবারে লিপ্ত বা উহার সহিত যুক্ত আছেন যাহা তাহার জ্ঞাতসারে এরূপ প্রণালীতে চালিত হইয়াছিল যাহাতে ঐ যুদ্ধে কোন শত্রুর সহায়তা করা হয় ; অথবা (ঘ) ঐ নাগরিক, রেজিস্ট্রিকরণের বা দেশীয়করণের পর পাঁচ বৎসরের মধ্যে, কোন দেশে, অন্যূন দুই বৎসর মেয়াদের জন্য কারাবাসে দণ্ডিত হইয়াছেন; অথবা (ঙ) ঐ নাগরিক নিরবচ্ছিন্ন সাত বৎসর সময়সীমার জন্য সাধারণত ভারতের বাহিরে বসবাসকারী রূপে রহিয়াছেন, এবং ঐ সময়সীমার মধ্যে, কোনও সময়ে ভারতের বাহিরে কোন দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রও থাকেন নাই অথবা ভারতস্থ কোন সরকারের বা ভারত যাহার অশ্যতম সদস্য এরূপ কোন আন্তর্জাতিক সংগঠনের কৃত্যকেও রত থাকেন নাই এবং এমন কি তিনি কোন ভারতীয় বাণিজ্য দূতাবাসে প্রতি বৎসর তাহার ভারতের নাগরিকতা অব্যাহত রাখিবার অভিপ্রায় বিহিত প্রণালীতে রেজিস্ট্রিও করান নাই। (৩) কেন্দ্রীয় সরকার কোন ব্যক্তিকে নাগরিকত হইতে এই ধারা অনুযায়ী বঞ্চিত করিবেন না, যদি না ঐ সরকারের প্রতীতি হয় যে ঐ ব্যক্তির ভারতের নাগরিক থাকিয়া যাওয়া লােকহিতের সহায়ক নহে। (৪) এই ধারা অনুযায়ী কোন আদেশ প্রদানের পূর্বে, কেন্দ্রীয় সরকার যে ব্যক্তির বিরুদ্ধে ঐ আদেশ প্রদত্ত হইবার জন্য প্রস্তাবিত হয় সেই ব্যক্তিকে, যে হেতুতে ঐ আদেশ প্রদত্ত হইবার জন্য প্রস্তাবিত হয় সেই হেতু সম্পর্কে জ্ঞাত করাইয়া বং, যদি ঐ আদেশ