পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

২০:০৬, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

সাক্ষ্য হইবে, যদি না ইহা প্রমাণিত হয় যে, উহা প্রতারণা বা মিথ্যা প্রতিরূপণ বা কোন সারবান তথ্য গোপন করার দ্বারা লব্ধ হইয়াছিল, কিন্তু উহা, তিনি যে তৎপূর্ববর্তী কোনও তারিখে ঐরূপ একজন নাগরিক ছিলেন, এরূপ কোন সাক্ষ্য ক্ষুঃ করিবে না। ১৪। (১) বিহিত প্রাধিকারী অথবা কেন্দ্রীয় সরকার, ৫ ও ৬ ধারা স্ববিবেচনায় ৫ ধারা বা ৬ ধারা অনুযায়ী কোন আবেদন মঞ্জুর বা অনুযায়ী আবে দনের নিষ্পত্তি। নামঞ্জুর করিতে পারেন এবং ঐরূপ মঞ্জুরি বা নামঞ্জুরির জন্য কোনও কারণ দর্শাইতে অনুজ্ঞাত হইবেন না। (২) ১৫ ধারার বিধানসমূহ সাপেক্ষে, পূর্বোক্তরূপ কোন আবেদনের উপর বিহিত প্রাধিকারীর অথবা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং কোন আদালতে তৎসম্পর্কে আপত্তি করা যাইবে না। ১৫। (১) বিহিত প্রাধিকারী অথবা কোন আধিকারিক পুনরীক্ষণ। অথবা (কেন্দ্রীয় সরকার ভিন্ন ) অন্ত প্রাধিকারী কর্তৃক এই আইন অনুযায়ী প্রদত্ত কোন আদেশে ক্ষুব্ধ কোন ব্যক্তি, ঐ আদেশের তারিখ হইতে ত্রিশ দিন সময়সীমার মধ্যে, ঐ আদেশ পুনরীক্ষণের জঙ্ক কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন করিতে পারেন । তবে, কেন্দ্রীয় সরকার উক্ত ত্রিশ দিন সময়সীমা অতিক্রান্ত হইবার পরেও আবেদন গ্রহণ করিতে পারেন যদি ঐ সরকারের প্রতীতি হয় যে, আবেদনকারী যথেষ্ট কারণবশতঃ যথাসময়ে আবেদন করা হইতে নিবারিত হইয়াছিলেন। (২) (১) উপধারা অনুযায়ী ঐরূপ কোন আবেদন প্রাপ্তির পর, কেন্দ্রীয় সরকার, ক্ষুব্ধ ব্যক্তির আবেদন এবং উহার উপর আদেশ প্রদানকারী আধিকারিক বা প্রাধিকারী যে প্রতিবেদন পেশ করিতে পারেন তাহা বিবেচনা করিয়া, ঐ আবেদন সম্পর্কে যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ প্রদান করিবেন, এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। ১৬। কেন্দ্রীয় সরকার, আদেশ দ্বারা, নির্দেশ দিতে পারেন ক্ষমতাসমূহের প্রতাভিযোজন। যে, কোনও ক্ষমতা, যাহা ১০ ধারা ও ১৮ ধারার বিধানসমূহ অ ব্যতীত এই আইনের অন্য কোন বিধান দ্বারা ঐ সরকারের উপর অর্পিত হইয়াছে তাহা, ঐ আদেশে যেরূপ বিনির্দিষ্ট হইতে পারে সেরূপ অবস্থাসমূহে এবং ঐ আদেশে কোন শত বিনিদিষ্ট হইয়া থাকিলে তদধীনে এরূপ আধিকারিক বা প্রাধিকারী কর্তৃকও প্রয়ােগযােগ্য হইবে যিনি ঐরূপে বিনির্দিষ্ট হইবেন। ১৭। কোন ব্যক্তি যিনি কোন কিছু এই আইন অনুযায়ী অপরা করাইয়া লইবার বা না করাইয়া লইবার উদ্দেশ্যে জ্ঞাতসারে এরূপ