পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

২০:০৬, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

করিবার প্রাধিকারী, ঐরূপ প্রাধিকারী কর্তৃক অনুসরণীয় প্রক্রিয়া এবং ঐরূপ ক্ষেত্রসমূহে সাক্ষ্য-নিয়মাবলী ; (ঝ) ১০ ধারা অনুযায়ী নিযুক্ত অনুসন্ধান কমিটি কর্তৃক | অনুসরণীয় প্রক্রিয়া, এবং ঐরূপ কমিটি সমূহের উপর দেওয়ানী আদালতের কোন ক্ষমতা, অধিকার ও বিশেষাধিকার অর্পণ ; (ঞ) যে প্রণালীতে পুনরীক্ষণের জন্য আবেদন করা যাইতে পারে তাহা এবং ঐরূপ আবেদন সম্পর্কে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুসরণীয় প্রক্রিয়া ; এবং (ট) অন্য যেকোন বিষয় যাহা এই আইন অনুযায়ী বিহিত করিতে হইবে বা বিহিত করা যাইবে । (৩) এই আইন অনুযায়ী কোন নিয়ম প্রণয়ন করিবার কালে কেন্দ্রীয় সরকার এরূপ ব্যবস্থা করিতে পারেন যে, ঐ নিয়মের কোমরূপ ভঙ্গ এক হাজার টাকা পর্যন্ত প্রসারিত হইতে পারে এরূপ জরিমানায় দণ্ডনীয় হইবে। (৪) এই ধারা অনুযায়ী প্রণীত প্রত্যেক নিয়ম, প্রণীত হইবার পর যথাসম্ভব শীঘ্র সংসদের প্রত্যেক সদনের সমক্ষে, উহার সূত্র চলিতে থাকাকালে, মােট ত্রিশ দিন সময়সীমার জন্য স্থাপিত হইবে, যে সময়সীমা এক সত্রের অথবা দুই বা ততােধিক আনুক্রমিক সত্রের অন্তর্ভুক্ত হইতে পারে, এবং যদি পূর্বোক্ত সত্রের বা আনুক্রমিক সূত্রসমূহের অব্যবহিত পরবর্তী সূত্রের অবসানের পূর্বে উভয় সদন ঐ নিয়মের কোন সংপরিবতন করিতে একমত হন অথবা উভয় সদন একমত হন যে, ঐ নিয়ম প্রণয়ন করা উচিত নহে, তাহা হইলে, তৎপরে ঐ নিয়ম কেবল ঐরূপ সংপরিবর্তিত আকারে কার্যকর হইবে বা, স্থলবিশেষে, আদৌ কার্যকর হইবে না, তবে এরূপভাবে যে ঐরূপ কোন সংপরিবর্তন বা রদকরণ ঐ নিয়ম অনুযায়ী পুর্বে কৃত কোন কিছুরই সিদ্ধতা ক্ষুন্ন করিবে না। | ১৯। [ নিরসনসমূহ।] নিরসন ও সংশোধন আইন, ১৯৬০ ( ১৯৬০-এর ৫৮), ২ ধারা ও তফসিল ১ দ্বারা নিরসিত। প্রথম তফসিল | [ ২(১) (খ) ও ৫ (১) (ঙ) ধারা দ্রষ্টব্য ] ক। নিম্নলিখিত কমনওয়েথ দেশসমূহ : ১। যুক্তরাজ্য। ২। কানাড়া ।