পাতা:ভারতের নাগরিকতা আইন,১৯৫৫.pdf/১৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

২০:০৮, ২৯ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

যেখানে, ঐ দেশের বিধি বা রীতি দ্বারা, ভারতের নাগরিকগণকে দেশীয়করণসূত্রে ঐ দেশের প্রজা বা

নাগরিক হওয়া হইতে নিবারিত করা হয়; (খ) যদি তিনি কোন দেশের নাগরিক হন, তাহা হইলে তিনি : "": তৎপক্ষে ঐ :: দেশে বলবৎ : বিধি অনুসারে ঐ দেশের নাগরিক অভিত্যাগ : করিয়াছেন এবং কেন্দ্রীয় সরকারের নিকট ঐরূপ অভিত্যজন প্রজ্ঞাপিত করিয়াছেন; (গ) আবেদনের তারিখের অব্যবহিত পূর্ববর্তী বার মাস সময়সীমা ব্যাপিয়া, তিনি হয় ভারতে বসবাস করিয়াছেন, অথবা ভারতস্থ কোন সরকারের অধীনে কৃতাকে রহিয়াছেন অথবা অংশতঃ তথায় বসবাস করিয়াছেন ও অংশতঃ ঐরূপ কৃত্যকে রহিয়াছেন; (ঘ) উক্ত বার মাস সময়সীমার অব্যবহিত পূর্ববর্তী বার। বৎসর ব্যাপিয়া মােট সময়সাকল্যে অন্ন নয় বৎসর সময়সীমার জন্য তিনি হয় ভারতে বসবাস করিয়াছেন, অথবা ভারতস্থ কোন সরকারের অধীনে কৃত্যকে রহিয়াছেন অথবা অংশত তথায় বসবাস করিয়াছেন ও অংশতঃ কৃত্যকে রহিয়াছেন; (ঙ) তিনি সচ্চরিত্র ; (চ) সংবিধানের অষ্টম তফসিলে বিনির্দিষ্ট কোন ভাষায় তাহার পর্যাপ্ত জ্ঞান আছে ; এবং দেশীয়করণের শংসাপত্র তাহাকে প্রদান করা হইলে তিনি ভারতে বসবাস করিতে, অথবা ভারতস্থ, কোন সরকারের অধীনে অথবা ভারত যাহার সদস্য এরূপ কোন আন্তর্জাতিক সংগঠনের অধীনে অথবা ভারতে প্রতিষ্ঠিত কোন সমিতির, কোম্পানির বা ব্যক্তিবর্গের অধীনে কৃত্যকে প্রবেশ করিতে বা কৃত্যকে থাকিয়া যাইতে অভিপ্রায় করেন ? তবে, কেন্দ্রীয় সরকার, যদি কোন নির্দিষ্ট ক্ষেত্রের বিশেষ অবস্থায়, উপযুক্ত মনে করেন, তাহা হইলে (i) উপরিলিখিত (গ) প্রকরণের উদ্দেশ্যে, আবেদনের তারিখের অনধিক ছয় মাস পূর্বে সমাপ্ত হইয়া গিয়াছে এরূপ নিরবচ্ছিন্ন বার মাস সময়সীমা,