পাতা:বঙ্কিম রচনাবলী (দ্বিতীয় খণ্ড).pdf/১০৮৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

SumitaBot (আলোচনা | অবদান)
বট গুগল ওসিআর থেকে প্রাপ্ত লেখা যোগ করছে
 
 
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
হইবে? আর একটু রাত্রি হোক্। এই বটতলে বসিয়া [অপেক্ষা] করা যাউক।
বঙ্কিম রচনাবলী

হইবে? আর একটি রাত্রি হোক। এই বাটতলে অক। তবে আমার দোকানে আসনবসিয়া [ অপেক্ষা ] করা যাউক । হাতে পায়ে জল দিয়ে ঠাপড়া হবেন তারপর
[বৃক্ষতলে আসন।
* [ বক্ষেতলে আসন। ডাব কেটে দেব।

কেনই এত পরিশ্রম করিতেছি? যত্ন সফল মেঘ। (জনাস্তিকে) এও কপালে ছিল, হইলেই কি সখী হইব ? না তা নয়। তবে যত্নে আপনার কাজের জন্য কেন না। যাইব । সখি আছে-পরিশ্রমেই আরাম। পরিশ্রম বড় (প্রকাশ্যে)। তবে চল ।
কেনই এত পরিশ্রম করিতেছি? যত্ন সফল হইলেই কি সুখী হইব? না তা নয় তবে যত্নে সুখ আছে—পরিশ্রমেই আরাম। পরিশ্রম বড় মন্দ হইতেছে না—ইহারই মধ্যে তৃষ্ণা পাইয়াছে—যে ক্ষুধা তৃষ্ণায় কাতর, তার দ্বারা কোন কার্য উদ্ধার হইবে?
মন্দ হইতেছে না-ইহারই মধ্যে তৃষ্ণা পাইযাছে [ উভয়ের প্রস্থান।

—যে ক্ষধা তৃষ্ণায় কাতর, তার দ্বাবা কোন
অকলঙ্কের প্রবেশ।
কাব্য উদ্ধার হইবে ? SCENE

অকলন্তেকর প্রবেশ । অকলঙে কব দোকান
তুমি কি জাতের মেয়ে গা ? 6ध्--उ& ।।
তুমি কি জাতের মেয়ে গা?

অক। আমাদের কি জাত আছে মশাই ? মেঘ। তুমি বেশ্য ? তা হোক তোমাব 'ा लाभ দোকানো এত লোকের } कर्गद्भ-> অক। এখন শহবে ঢের লােক আসছে যাচ্ছে অক। একখান দোকান কার-পাথক লোক রোধে বেড়ে খেযে. যায়। আপনাকেও ত আপনি বিদেশী তাই জানেন না। বিদেশীব মত দেখছি-বিশ্রাম কবেন তা আমার মেধা ! কোন গা ? দোকানেই আসন না। অক। লড়াই বাধবে জানি না।
অক। আমাদের কি জাত আছে মশাই?
মেঘ। আমাব রাঁধা বাড়া নাই একটা ডাব মেঘ। কাতে কাতে ? খেতে পেলেই তৃষ্ণা নিবারণ হয়। অক । আমার ।

মেঘ। তুমি বেশ্যা? তা হোক তোমার দোকানপাট আছে?

অক। একখানি দোকান করি—পথিক লোক রেঁধে বেড়ে খেয়ে যায়। আপনাকেও ত বিদেশীর মত দেখছি—বিশ্রাম করেন ত আমার দোকানেই আসুন না।

মেঘ। আমার রাঁধা বাড়া নাই একটা ডাব

খেতে পেলেই তৃষ্ণা নিবারণ হয়।

অক। তবে আমার দোকানে আসুন—হাতে

পায়ে জল দিয়ে ঠাণ্ডা হবেন তারপর ডাব কেটে দেব।

মেঘ। (জনান্তিকে) এও কপালে ছিল, আপনার

কাজের জন্য কেন না যাইব। (প্রকাশ্যে) তবে চল।

[উভয়ের প্রস্থান।

{{C|<poem>SCENE II
অকলঙ্কের দোকান
মেঘ—অকলঙ্ক।</poem>}}
মেঘ। হা গা তোমার দোকোনে এত লোকের

ভীড় কেন?

অক। এখন শহরে ঢের লোক আসছে যাচ্ছে আপনি বিদেশী তাই জানেন না।

মেঘ। কেন গা?

অক। লড়াই বাধবে জান না।

মেঘ। কাতে কাতে?

অক। আমার।