পাতা:মাস্টার দা সূর্য সেনকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশের বিজ্ঞাপন.jpg: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৬:২০, ৫ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন ১০,০০০ টাকা পুরস্কার। এতদ্দারা সব সাধারণকে জ্ঞাত করান যাইতেছে যে, যে কেহ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মােকদ্দমার নিম্নলিখিত ফেরারী আসামীর সন্ধান করিয়া ধরাইয়া দিতে পারিবে তাহাকে দশহাজার টাকা পুরস্কার দেওয়া যাইবে। এই পুরস্কার অদ্য হইতে একবৎসর পর্য্যন্ত বহাল থাকিবে। নিম্নে যে ফটো দেওয়া হইল উহা ১৯২৪ সালে লওয়া হইয়াছিলঃ-

নাম—সূৰ্যকুমার সেন ওরফে মাষ্টার দা । পিতার নাম—মৃত রাজমনা সেন । গ্রাম-নওয়াপাড়া । থানা-রউজান । জেলা-চট্টগ্রাম ।

বয়স প্রায় ৪০ বৎসর, [খরাকার্ত?], শ্যামবর্ণ, মাথায় টাক, গোঁফ ছোট করিয়া ছাটা, দাড়ি কামান, দেশী মিলের সরু-পেড়ে ধুতি, ফতুয়া এবং সার্ট পরিধান করিত।

বঙ্গদেশীয় পুলিশ বিভাগের ইন্সপেক্টার-জেনেরাল মহােদয়ের অনুমত্যনুসারে।