গীতিমাল্য/৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক |শিরোনাম=../ |আদ্যক্ষর=আ |অনুচ্ছেদ =আমি হাল ছাড়লে ত..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

০৪:০৭, ১২ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

আমি হাল ছাড়লে তবে
তুমি হাল ধরবে জানি।
যা হবার আপনি হবে,
মিছে এই টানাটানি।
ছেড়ে দে দে গো ছেড়ে,
নীরবে যা তুই হেরে,
যেখানে আছিস বসে
বসে থাক্‌ ভাগ্য মানি॥

আমার এই আলোগুলি
নেবে আর জ্বালিয়ে তুলি,
কেবলি তারি পিছে
তা নিয়েই থাকি ভুলি।
এবার এই আঁধারেতে
রহিলাম আঁচল পেতে,
যখনি খুশি তোমার
নিয়ো সেই আসনখানি॥

১৭ চৈত্র [১৩১৮] শিলাইদহ