উইকিসংকলন:রবিমাস প্রতিযোগিতা ১৪২৭/নিয়মাবলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Titodutta (আলোচনা | অবদান)
বানান অসমীয়া
৩৫ নং লাইন:
# ছাপা বইতে উদ্ধৃতিচিহ্ন বক্র (‘’) হয়, ঋজু (<nowiki>''</nowiki>) নয়। এই প্রতিযোগিতাতেও বক্রই থাকবে।
# উইকিসম্পাদকের বর্ণমালায় বাংলা দাঁড়ি চিহ্নটি ভুল আছে, সেটি ব্যবহৃত হবে না; দেবনাগরী বর্ণমালা থেকে দাঁড়ি চিহ্ন নেওয়া যেতে পারে।
# গুগল ওসিআরে রেফের পর দ্বিত্ব (র্ব্ব, র্ম্ম, র্দ্ধ, র্ত্ত, র্য্য), ও শ্র ও আরও কিছু র-ফলার ক্ষেত্রে বাংলা র-স্থলে অসমিয়াঅসমীয়া ৰ থাকে। অপেক্ষিত থাকবে যে প্রতিযোগীরা এগুলি শুধরে নেবেন। পরিলেখন শুরু করার আগে পাতার বাঁ দিকের সরঞ্জাম-দণ্ড থেকে Cleanup সরঞ্জামটি ব্যবহার করুন। তাতে অসমিয়া ৰ, অনাবশ্যক পংক্তি-বিভাজন ও অন্যান্য পরিষ্করণের কাজ একবারে হয়ে যাবে।
# লেখা বড় করতে হলে {{tl|larger}}, {{tl|x-larger}}, {{tl|xx-larger}} ইত্যাদি বা ছোট করতে হলে {{tl|smaller}} টেমপ্লেটগোষ্ঠী ব্যবহৃত হবে, বর্তমানে অপ্রচলিত <nowiki><big></nowiki> ট্যাগ একান্ত জরুরী না হলে ব্যবহৃত হবে না; ফন্ট-আকার নির্দিষ্ট করে দেয়, এমন কোন টেমপ্লেটও ব্যবহৃত হবে না, যেহেতু ফন্ট-আকার কি হবে, সেটা পাঠকের অধিকারভুক্ত।
# যদি পাতায় কোন ছবি থাকে, সেটাকে বই যেখানে আছে, উইকিসংকলন বা কমন্স, সেখানেই আপলোড করতে হবে, বইয়ের অনুরূপ কপিরাইট হবে, {{tl|extracted from}} টেমপ্লেটের সাহায্যে বইয়ের সঙ্গে যোগ দেখানো যাবে, বইয়ের নামে একটি বিষয়শ্রেণী বানিয়ে সেখানে ছবিগুলি রাখতে হবে। এই বিষয়শ্রেণী তৈরি হলে বইটিও তাতে থাকবে।