পাতা:ছোট্ট রামায়ণ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী.pdf/২৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "<poem>শ্রীরাম{{gap}} ধনুক নিয়ে{{gap}} অমনি তাতে :::::::দিলেন টেনে গুণ, পর..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১২:৪৫, ১ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরাম  ধনুক নিয়ে  অমনি তাতে
দিলেন টেনে গুণ,
পরে  বানটি হাতে  নিতেই মুনির
মুখ তাে হল চুন!
তখন  রাম ভাবিলেন  ‘এ বাণ খেলেই
যাবেন ঠাকুর মরে,’
কাজেই  অপর দিকে  দিলেন ছুড়ে
সে তীর দয়া করে।
অনেক  তপস্যাতে  পেলেন মুনি
স্বর্গে যত স্থান,
সে তীর  পড়ল গিয়ে  সেইখানেতে
বাঁচল মুনির প্রাণ।
ঠাকুর  হার মেনে তায়  সেখান হতে
গেলেন লাজের ভরে,
রাজা  সবায় নিয়ে  মনের সুখে
এলেন আপন ঘরে ।
তখন  আদর করে  রানীরা সবে
বউ লইলেন কোলে,
তাঁদের  দিলেন কি যে বলতে হলে
পড়ব বড়ই গােলে।
পরে  ভরত গেলেন  মামার বাড়ি
শত্রুঘ্নরে লয়ে,
আর  শ্রীরাম করেন  পিতার সেবা
পরম সুখী হয়ে।

২৫