পাতা:ছোট্ট রামায়ণ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী.pdf/২৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৪:১২, ৫ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কুঁজী বলে, ‘হ্যাঁ গা, এত কিসের বাজনা?’
রামের ধাইমা কয়, ‘তাও কি জানো না?
যুবরাজ হবে আজি আমাদের রাম,
তাই এত বাদ্য আর এত ধুমধাম।’
এই কথা ধাই তারে কহিল যখন,
হিংসায় কুঁজীর কুঁজ করে টনটন!
কৈকেয়ীর কাছে গিয়া তখনি সে কয়,
‘শােনো, শােনাে! আজি রাম যুবরাজ হয়!’
রানীর মনেতে বড় সুখ হল তায়,
খুলিয়া গলার হার দিল মন্থরায়।
দূরে ফেলি সেই হার কহে দুষ্ট কুঁজী,
‘ভালো মন্দ কিসে হয়, নাহি জানো বুঝি!
কুটিল কৌশল্যা রানী রাজার মা হলে,
হেঁট মুখে রবে তুমি তার পদতলে।
রাম রাজা হলে পর ভরতে মারিবে,
তখন তোমার দশা ভাব কি হইবে।’
শুকাল রানীর মুখ এ কথা শুনিয়া,
পরান কাঁপিল তার ভরতে ভাবিয়া।
বলে, ‘কুঁজী বল বল কি হবে উপায়?
কেমনে বাঁচাব বল্ আমার বাছায়?’
কুঁজী বলে, ‘ভয় নাই, হবে সেই কাজ
দুই বর তােরে যদি দেয় মহারাজ।
ভরত হইলে রাজা, রাম গেলে বনে
ভয় না থাকিবে আর, ভাবি দেখ মনে।
যুদ্ধে গিয়ে মহারাজ ভারি ব্যথা পায়,

২৯