পাতা:ছোট্ট রামায়ণ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী.pdf/২৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৪:৩৬, ৫ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পরানে বাঁচে সে খালি তােমারি সেবায়।
দুই বর দিবে রাজা বলেছে তখন,
সে বর চাহিয়া কেন লহ না এখন?
ভরতে করই রাজা রামে বনে দিয়া,
তারপর সুখে থাক খাটেতে বসিয়া।’
রানী বলে, ‘ভালো যুক্তি দিলি কুঁজী মাের,
আজি বনে যাবে রাম, ভয় নাই তাের।’
তখন কুজীর সাথে করি কানাকানি,
বিপদ ঘটাল হায় সর্বনাশী রানী।
ভাঙিল হীরার বালা সানে আছড়িয়া,
ময়লা কাপড় আনি পরিল খুঁজিয়া।
এলাইয়া কালাে চুল শুকাল ধূলায়—
ভালােই পাতিল ফাঁদ মারিতে রাজায়।
আসিয়া দেখেন রাজা একি সর্বনাশ,
মাথায় পড়িল যেন ভাঙিয়া আকাশ।
কতই ডাকেন রাজা, ‘রানী, রানী, রানী।’
কৈকেয়ী আঁচল শুধু মুখে দেয় টানি।
রাজা কন, “হায় রানী নাহি কয় কথা!
হল কি অসুখ ভারি? পাইল কি ব্যথা?
বল রানী, দুখ দিল কে তােমার মনে,
তলােয়ারে তার মাথা কাটি এই ক্ষণে।’
বিনয় করিয়া রাজা কত কথা কয়,
কিছুতে রানীর হায় দয়া নাহি হয়।
তখন বলেন রাজা, ‘কি চাই তােমার?
এখনি পাইবে তাহা, বল একবার।’

৩০