পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Pywikibot touch edit
Ahad.a007 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh|আকাশ-প্রদীপ||}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{Block center|<poem>
আকাশ-প্রদীপ
আমার চেয়ে কম ঘুমন্ত নিশাচরের দল । . ..." খোজ নিয়ে যায় ঘরে এসে, হায় সে কী নিফল ।
আমার চেয়ে কম ঘুমন্ত নিশাচরের দল
:::খোঁজ নিয়ে যায় ঘরে এসে, হায় সে কী নিষ্ফল।
কখনো বা হিসেব ভুলে আসে মাতাল চোর,
কখনাে বা হিসেব ভুলে আসে মাতাল চোর,
শূন্ত ঘরের পানে চেয়ে বলে, “সাঙাৎ মোর,
:শুন্য ঘরের পানে চেয়ে বলে, “সাঙাৎ মাের,
আছে ঘরে ভদ্র ভাষায় বলে যাকে দাওয়াই ?” নেই কিছু তো, এক ছিলিম তামাক সেজে খাওয়াই ।
::আছে ঘরে ভদ্র ভাষায় বলে যাকে দাওয়াই?”
নেই কিছু তাে, দুএক ছিলিম তামাক সেজে খাওয়াই।
একটু যখন আসে ঘুমের ঘোর সুড়সুড়ি দেয় আরমুলারা পায়ের তলায় মোর। দুপুর বেলায় বেকার থাকি অন্তমনা ; গিরগিটি আর কাঠবিড়ালীর আনাগোনা, সেই দালানের বাহির ঝোপে ;
:::একটু যখন আসে ঘুমের ঘাের
::সুড়সুড়ি দেয় আরসুলার পায়ের তলায় মাের।
:::::দুপুর বেলায় বেকার থাকি অন্যমনা ;
গিরগিটি আর কাঠবিড়ালীর আনাগােনা
:::::সেই দালানের বাহির ঝােপে ;
:::::থামের মাথায় খােপে খােপে
থামের মাথায় খোপে খোপে পায়রাগুলোর সারাটা দিন বকম বকম্। আঙিনাটার ভাঙা পাচিল, ফাটলে তার রকম রকম
::পায়রাগুলাের সারাটা দিন বকম্ বকম্।
লতাগুল্ম পড়ছে ঝুলে, হলদে সাদা বেগনি ফুলে
::আঙিঁনাটার ভাঙা পাঁচিল, ফাটলে তার রকম রকম
আকাশ পানে দিচ্ছে উকি । । ছাতিম গাছের মরা শাখা পড়ছে ধু কি
::::::লতাগুল্ম পড়ছে ঝুলে,
শঙ্খমণির খালে, মাছরাঙারা দুপুর বেলায় তন্ত্রানিঝুমকালে
::::হলদে সাদা বেগনি ফুলে
তাকিয়ে থাকে গভীর জলের রহস্যভেদরত
::::::আকাশ পানে দিচ্ছে উঁকি।
বিজ্ঞানীদের মতো ।
::::ছাতিম গাছের মরা শাখা পড়ছে ঝুঁকি
88
::::::শঙ্খমণির খালে,
::মাছরাঙারা দুপুর বেলায় তন্দ্রানিঝুমকালে
::::তাকিয়ে থাকে গভীর জলের রহস্যভেদরত
::::::বিজ্ঞানীদের মতো।

:::::::::৪৪
</poem>}}