পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Pywikibot touch edit
Ahad.a007 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh||আকাশ-প্রদীপ|}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{Block center|<poem>
না ভাবিয়া আগুপিছু। কিংবা এ ধ্বনির মাঝে অজ্ঞাত কুহক আছে কিছু।
::::::::::না ভাবিয়া আগুপিছু।
হয়তো মুকুলঝরা মাসে পরিণতফলনম্র অপ্ৰগলভ যে মর্যাদা আসে
কিংবা এ ধ্বনির মাঝে অজ্ঞাত কুহক আছে কিছু।
আম্রডালে দেখেছি তোমার ভালে সে পূর্ণতা স্তব্ধতা মন্থর, তার মৌন মাঝে বাজে অরণ্যের চরম মমর। অবসন্ন বসন্তের অবশিষ্ট অন্তিম চাপায়
:::::হয়তাে মুকুলঝরা মাসে
মৌমাছির ডানারে র্কাপায় | নিকুঞ্জের মান মৃদু ভ্রাণে, সেই ভ্রাণ একদিন পাঠায়েছ প্রাণে, তাই মোর উৎকষ্ঠিত বাণী
::পরিণতফলনম্র অপ্রগল্ভ যে মর্যাদা আসে
জাগায়ে দিয়েছে নামখানি। সেই নাম থেকে থেকে ফিরে ফিরে
:::::::আম্রডালে
তোমারে গুঞ্জন করি ঘিরে
:::::::দেখেছি তােমার ভালে
চারিদিকে, ধ্বনি-লিপি দিয়ে তার বিদায়-স্বাক্ষর দেয় লিখে । তুমি যেন রজনীর জ্যোতিষ্কের শেষ পরিচয়
::::সে পূর্ণতা স্তব্ধতা মন্থর,
শুকতারা, তোমার উদয়
::তার মৌন মাঝে বাজে অরণ্যের চরম মর্মর।
অস্তের খেয়ায় চড়ে আসা,
অবসন্ন বসন্তের অবশিষ্ট অন্তিম চাঁপায়
মিলনের সাথে বহি বিদায়ের ভাষা।
::::মৌমাছির ডানারে কাঁঁপায়
(t)
::::::নিকুঞ্জের ম্লান মৃদু ঘ্রাণে,
::::সেই ঘ্রাণ একদিন পাঠায়েছ প্রাণে,
::::তাই মাের উৎকণ্ঠিত বাণী
::::::জাগায়ে দিয়েছে নামখানি।
::::সেই নাম থেকে থেকে ফিরে ফিরে
::::::তােমারে গুঞ্জন করি ঘিরে
::::::::চারিদিকে,
::ধ্বনি-লিপি দিয়ে তার বিদায়-স্বাক্ষর দেয় লিখে।
তুমি যেন রজনীর জ্যোতিষ্কের শেষ পরিচয়
::শুকতারা, তােমার উদয়
:::অস্তের খেয়ায় চড়ে আসা,
::::মিলনের সাথে বহি বিদায়ের ভাষা।

::::::::::৫১
</poem>}}