গীতবিতান/আনুষ্ঠানিক/৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক |শিরোনাম=../../ |টীকা = |লেখক =রবীন্দ্রনাথ ঠাকুর |বছর = |..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৫:১২, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

দুজনে যেথায় মিলিছে সেথায়  তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
দুজনে যাহারা চলেছে তাদের  তুমি রাখো, প্রভু, সাথে রাখো।
যেথা দুজনের মিলিছে দৃষ্টি  সেথা হোক তব সুধার বৃষ্টি—
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের  তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো।
দুজনে মিলিয়া গৃহের প্রদীপে জ্বালাইছে যে আলোক
তাহাতে, হে দেব, হে বিশ্বদেব,  তোমারি আরতি হোক।
মধুর মিলনে মিলি দুটি হিয়া  প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে  তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো।