গীতবিতান/আনুষ্ঠানিক/১৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক |শিরোনাম=../../ |টীকা = |লেখক =রবীন্দ্রনাথ ঠাকুর |বছর = |..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৫:২১, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

১৬

আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি।
মাঠ আমাদের মিতা ওরে,  আজ তারি সওগাতে
মোদের  ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে।
মোরা  নেব তারি দান,  তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।
বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,
রোদ এসেছে সোনার জাদুকর—
ও সে  সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের  ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা  নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।