গীতবিতান/আনুষ্ঠানিক সংগীত/৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক |শিরোনাম=../../ |টীকা = |লেখক =রবীন্দ্রনাথ ঠাকুর |বছর = |..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৫:৩৭, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

তুমি হে প্রেমের রবি  আলো করি চরাচর
যত করো বিতরণ  অক্ষয় তোমার কর।
দুজনের আঁখি-’পরে  তুমি থাকো আলো ক’রে—
তা হলে আঁধারে আর  বলো হে কিসের ডর।

তোমারে হারায় যদি  দুজনে হারাবে দোঁহে—
দুজনে কাঁদিবে বসি  অন্ধ হয়ে ঘন মোহে,
এমনি আঁধার হবে  পাশাপাশি বসে রবে
তবুও দোঁহার মুখ  চিনিবে না পরস্পর।
দেখো, প্রভু, চিরদিন  আঁখি-’পরে থেকো জেগে—
তোমারে ঢাকে না যেন  সংসারের ঘন মেঘে।
তোমারি আলোকে বসি  উজল-আনন-শশী
উভয়ে উভয়ে হেরে  পুলকিতকলেবর।