উইকিসংকলন আলোচনা:রবিমাস প্রতিযোগিতা ১৪২৭/ফলাফল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Preetidipto.21 (আলোচনা | অবদান)
উইকিসংকলন:রবিমাস প্রতিযোগিতা ১৪২৭/ফলাফল সংক্রান্ত
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
==ফলাফল সংক্রান্ত==
{{ping|Bodhisattwa}} দাদা, ''রবিমাস প্রতিযোগিতা ১৪২৭''’র ফলাফলে ভুল দেখাচ্ছে। যেমন- আমি ''রবিমাস প্রতিযোগিতা ১৪২৭''-এ প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগিতার নিয়মানুসারে প্রায় ১০৭ টি পাতার মুদ্রণ সংশোধন করেছি। কিন্তু ফলাফলে দেখছি আমি ৫২টি পাতার মুদ্রণ সংশোধন করেছি যা সঠিক নয়। [https://tools.wmflabs.org/indic-wscontest/contest/22 যে সরঞ্জামে] প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে দেখলাম ''শিশু ভোলানাথ'' এবং ''কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)'' বইয়ের যেসব পাতা আমি মুদ্রণ সংশোধন করেছি সেগুলো গণনা করা হয়নি। [[ব্যবহারকারী:Preetidipto.21|Preetidipto.21]] ([[ব্যবহারকারী আলাপ:Preetidipto.21|আলাপ]]) ১৮:০৩, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
:{{ping|Preetidipto.21}}, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সরঞ্জামটি যিনি বানিয়েছেন, তাঁর কাছে এক ব্যবহারকারী [[:m:Indic-TechCom/Requests#Objection about উইকিসংকলন:রবিমাস প্রতিযোগিতা ১৪২৭/ফলাফল in bn.wikisource.org|বার্তা]] দিয়েছেন। যদি সরঞ্জামের কোন সমস্যা হয়ে থাকে, তবে আশা করি সেটা ঠিক করা হবে। সেই অনুযায়ী যদি নতুন ফলাফল পাওয়া যায়, তবে আমরা সেই অনুযায়ী ফলাফল পরিবর্তন ও পুরষ্কার পাঠানোর ব্যাপার অবশ্যই বিবেচনা করব। অবশ্য, প্রতিযোগিতা বা পুরস্কারই সব কিছু নয়, উইকিসংকলনের মত মুক্ত জ্ঞানের ক্ষেত্রে আপনাদের অবদান নিশ্চয়ই অব্যাহত থাকবে, সেই আশা রাখি। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ১৮:৪৪, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
"রবিমাস প্রতিযোগিতা ১৪২৭/ফলাফল" প্রকল্প পাতায় ফিরুন।