পাতা:তিতাস একটি নদীর নাম.djvu/৩১৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh|তিতাস একটি নদীর নাম||৩০৫}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
কি খুব সুন্দর দেখাইয়াছিল না সেদিন! তিন চারি জনে ধরিয়া তাহাকে চুল আঁচড়ানাে, তেল-সিন্দূর পরানাে, চন্দন-তিলক লাগানাে প্রভৃতি প্রসাধন কর্ম করিয়াছিল। একটা কলার ডিগা সে মানুষটার গালে বুলাইয়াছিল—সে তখন ছােট বালিকা মাত্র, বুকটা তার ভয়ে দুরু দুরু করিতেছিল। চাহিতে পারিতেছিল না লােকটার চোখের দিকে, অথচ চারি দিক হইতে লােকজনে চীৎকার করিয়া কহিতেছিল, চাও, চাও, চাও, দেখ, এই সময়ে ভাল করিয়া চাহিয়া দেখ—চারিজনে পিঁড়ির চারিটা কোণা ধরিয়া তাহাকে উঁচু করিয়া তুলিয়াছিল—এই সময়ে সে একটুখানি চাহিয়া দেখিয়াছিল—মাত্র একটুখানি, আর চাহিতে পারে নাই, অমনি চোখ নত করিয়াছিল। সেদিন মােটে চাওয়া যায় নাই, তার দিকে। কিন্তু আজ! কতবার চাওয়া যায়, কোন কষ্ট হয় না, কিন্তু সেইদিনের একটুখানি চাওয়ার মত তেমন আর লাগে কি; সে চাওয়ার মধ্যে যে স্বাদ ছিল, সে-স্বাদ কোথায় গেল!
“সত্যের বিয়ার বরেরে তোর লাজ করে নাই ? ওম কেনে, লাজ করল না কেনে ?

‘সেই-কথা এক পরস্তাবের মত । বর আমার বাপের কাছে মুনী খাদৃত। মা বাপ কেউ আছিল না তার। সুত৷ পাকাইত আর জাল বুনত। আমার বয়স আট বছর, আর তার বার বছর । সেইন সময়ে বাপে দিল বিয়া। এক সঙ্গে খেলাইছি বেড়াইছি, মাছ ধরছি মাছ কাট্‌ছি, আমি নি ডরামু তারে ?
{{gap}}ভাবিতে ভাবিতে উদয়তারা একসময় ফিক্‌ করিয়া হাসিয়া ফেলিল।
‘ও মা ! সেই কথা ক ?

‘একটা মজার কথা কই, শুন । বিয়ার কালে আমি ত ফুল ছিট্‌লাম তার মাথায়, সে যত ছিটুতে লাগল, কোন ফুলষ্ট আমার মাথায় পড়ল না। ডাইনে-বায়ে কাধে-পিঠে পড়তে লাগল, কিন্তুক মাথায় পড়ল না। কারোরে আমি ছাইড়। কথা কই না, আর সে ত আমরার বাড়িরই মানুষ —খুব রাগ হইল আমার । তেজ কইরা কইলাম, ভাল কইরা ছিটুতে পার না ? মাথায় পড়ে না কেনে ফুল ? ডাইনে-বায়ে পড়ে কেনে ? কাজের ভাস্সি নাই, খাওনের গোসাই !
{{gap}}কনেবৌ চুল বাঁধিতে বাঁধিতে বলিল, ‘কি লা উদি, হাসলি যে?’
‘বরেরে তুই এমুন গালি পাড়লি ? তোর মুখ ত কম খরোধরো অাছিল না ? বর কি করল তখন ?

'এক মুঠ ফুল রাগ কইরা আমার চোখেমুখে ছু ইড়। মারল'—
{{gap}}‘হাসি পাইল, হাসলাম। আচ্ছা, আমি ত তাের বর হইলাম, আমার মুখের দিকে চাইতে তাের লাজ লাগে নাই?’
‘খুব আস্পর্দা ত! তুই সইয়া গেলি ?

‘না।’
{{gap}}‘শুন কথা। সত্যের বিয়ার বরেরেই লাজ করলাম না, তুই ত আমার জালা বিয়ার বর।’
{{nop}}