পাতা:কথামালা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.pdf/৪৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Preetidipto.21 (আলোচনা | অবদান)
(কোনও পার্থক্য নেই)

১০:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৮
কথামালা
৪৮

________________

৪৮ কথামালা গাছ হন্তে লইয়া, ভাঙ্গিয়া ফেলিতে বলিলেন। সে তৎক্ষণাৎ ভাঙ্গিয়া ফেলিল। তখন গৃহস্থ পুত্রদিগকে কহিলেন, দেখ বৎসগণ ! এইরূপ যত দিন তােমরা, পরস্পর সদ্ভাবে, এক সঙ্গে থাকিবে, তত দিন, শত্রুপক্ষ তােমাদের কিছুই করিতে পারিবে না। কিন্তু, পরস্পর বিবাদ করিয়া, পৃথক হইলেই, তােমরা উচ্ছিন্ন হইবে। | অশ্ব ও অশ্বারােহী এক অশ্ব একাকী এক মাঠে চরিয়া বেড়াইত। কিছু দিন পরে, এক হরিণ, সেই মাঠে আসিয়া, চরিতে আরম্ভ করিল, এবং, ইচ্ছামত ঘাস খাইয়া, অবশিষ্ট মাস নষ্ট করিয়া ফেলিতে লাগিল। তাঁহাতে, অশ্বের আহার বিষয়ে, অতিশয় অসুবিধা ঘটিল। অশ্ব হরিণকে জব্দ করিবার চেষ্টা পাইতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু করিতে পারিল না। অবশেষে, সে এক মনুষ্যকে নিকটে দেখিয়া কহিল, ভাই! এই হরিণ আমার বড় অপকার করিতেছে, ইহাকে সমুচিত শাস্তি দিতে হইবেক। যদি এ বিষয়ে সাহায্য কর, তাহা হইলে,