পাতা:বিদ্যাসাগরচরিত - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
নাসিকা, দয়াপূর্ণ ওষ্ঠাধর, দৃঢ়তাপূর্ণ চিবুক, এবং সমস্ত মুখের
নাসিকা, দয়াপূর্ণ ওষ্ঠাধর, দৃঢ়তাপূর্ণ চিবুক, এবং সমস্ত মুখের একটি মহিমময় সুসংযত সৌন্দর্য দর্শকের হৃদয়কে বহু দূরে এবং বহু ঊর্দ্ধে আকর্ষণ করিয়া লইয়া যায়— এবং ইহাও বুঝিতে
পারি ভক্তিবৃত্তির চরিতার্থতা-সাধনের জন্য কেন বিদ্যাসাগরকে এই মাতৃদেবী ব্যতীত কোনো পৌরাণিক দেবীপ্রতিমার মন্দিরে প্রবেশ করিতে হয় নাই।
একটি মহিমময় সুসংযত সৌন্দর্য দর্শকের হৃদয়কে বহু দূরে এবং
বহু ঊর্দ্ধে আকর্ষণ করিয়া লইয়া যায়— এবং ইহাও বুঝিতে
পারি ভক্তিবৃত্তির চরিতার্থতা-সাধনের জন্য কেন বিদ্যাসাগরকে
এই মাতৃদেবী ব্যতীত কোনো পৌরাণিক দেবীপ্রতিমার মন্দিরে
প্রবেশ করিতে হয় নাই।


{{gap}}ভগবতীদেবীর অকুণ্ঠিত দয়া তাঁহার গ্রাম, পল্লী, প্রতিবেশকে
{{gap}}ভগবতীদেবীর অকুণ্ঠিত দয়া তাঁহার গ্রাম, পল্লী, প্রতিবেশকে নিয়ত অভিষিক্ত করিয়া রাখিত। রােগার্তের সেবা, ক্ষুধার্তকে অন্নদান এবং শােকাতুরের দুঃখে শােক প্রকাশ করা তাঁহার
নিত্যনিয়মিত কার্য ছিল। অগ্নিদাহে বীরসিংহগ্রামের বাসস্থান ভস্মীভূত হইয়া গেলে বিদ্যাসাগর যখন তাঁহার জননীদেবীকে কলিকাতায় লইয়া যাইবার চেষ্টা করেন, তিনি বলিলেন, “যেসকল
নিয়ত অভিষিক্ত করিয়া রাখিত। রােগার্তের সেবা, ক্ষুধার্তকে
দরিদ্র লােকের সন্তানগণ এখানে ভােজন করিয়া বীরসিংহ-বিদ্যালয়ে অধ্যয়ন করে, আমি এ স্থান পরিত্যাগ করিয়া স্থানান্তরে প্রস্থান করিলে তাহারা কী খাইয়া স্কুলে অধ্যয়ন করিবে?”
অন্নদান এবং শােকাতুরের দুঃখে শােক প্রকাশ করা তাঁহার
নিত্যনিয়মিত কার্য ছিল। অগ্নিদাহে বীরসিংহগ্রামের বাসস্থান
ভস্মীভূত হইয়া গেলে বিদ্যাসাগর যখন তাঁহার জননীদেবীকে
কলিকাতায় লইয়া যাইবার চেষ্টা করেন, তিনি বলিলেন, “যেসকল
দরিদ্র লােকের সন্তানগণ এখানে ভােজন করিয়া বীরসিংহ-বিদ্যালয়ে
অধ্যয়ন করে, আমি এ স্থান পরিত্যাগ করিয়া
স্থানান্তরে প্রস্থান করিলে তাহারা কী খাইয়া স্কুলে অধ্যয়ন
করিবে?”


{{gap}}দয়াবৃত্তি আরাে অনেক রমণীর মধ্যে দেখা যায়, কিন্তু ভগবতীদেবীর দয়ার মধ্যে একটি অসাধারণত্ব ছিল, তাহা কোনােপ্রকার সংকীর্ণ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না। সাধারণ লােকের দয়া দিয়াশলাই-শলাকার মতাে কেবল বিশেষরূপ সংঘর্ষেই জ্বলিয়া উঠে এবং তাহা অভ্যাস ও লােকাচারের ক্ষুদ্র
{{gap}}দয়াবৃত্তি আরাে অনেক রমণীর মধ্যে দেখা যায়, কিন্তু
ভগবতীদেবীর দয়ার মধ্যে একটি অসাধারণত্ব ছিল, তাহা
কোনােপ্রকার সংকীর্ণ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না। সাধারণ
লােকের দয়া দিয়াশলাই-শলাকার মতাে কেবল বিশেষরূপ
সংঘর্ষেই জ্বলিয়া উঠে এবং তাহা অভ্যাস ও লােকাচারের ক্ষুদ্র
{{nop}}
{{nop}}