পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

০৫:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদ্যাসাগর—প্রবন্ধ।

 রত্ন প্রসবিনী ভারতভূমিতে কত মহাত্মা জন্মগ্রহণ করিয়াছেন এবং স্বীয় স্বীয় জীবনে কত প্রকার সৎকৰ্ম্মানুষ্ঠান করিয়া, ভারতের নাম চিরকালের জন্য সমুজ্জ্বল করিয়া রাখিয়া গিয়াছেন। শৌর্য বীৰ্য্য বলুন, ধৰ্ম্ম কৰ্ম্ম বলুন, প্রজ্ঞা প্রতিভা বলুন, দয়া দাক্ষিণ্য বলুন, ভারত ইতিহাসে কিছুরই দৃষ্টান্তের অভাব নাই। এই সকল মহাত্মা ভারতভূমিতে জন্মগ্রহণ করিয়া স্বীয় নামের সঙ্গে সঙ্গে জন্মভূমির নাম জগতে চির প্রসিদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন। আমরা আজ যে এত নির্বীয্য,কাপুরুষ আজ ও আমরা সেই মান্ধাতা সগর, ভীমার্জ্জুন, পৃথু প্রতাপাদির দেশবাসী বলিয়া আত্মপ্রসাদ লাভ করিতে পারি। আজ আমরা ধর্ম্মকর্ম্মহীন হইয়াও নারদ, জনক, যুধিষ্ঠিরাদির নাম স্মরণ করিয়া আমাদের জীবন পবিত্র করিতে পারি। আমাদের এখন প্রজ্ঞা