পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/৯৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
বিদ্যাসাগর—প্রবন্ধ।

ধাতুর কাঠিন্যে পরিণত করিও না। সে সৌম্য প্রেমময় দেবমুর্ত্তি আমরা আমাদের ক্ষুদ্র হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছি। সেখানে তাঁহাকে যেন মনশ্চক্ষু উন্মীলিত করিয়া এক এক বার প্রত্যহ দর্শন করি, আর তাঁহার গুণ, তাহার চরিত্র, এবং সৰ্ব্বাপেক্ষা তাঁহার সেই জগৎ জোড়া সুধামাখা ভালবাসার কণামাত্র পাইবার প্রার্থনায় একান্ত ভক্তি ভরে তাঁহার চরণোদ্দেশে প্রত্যহ প্রণাম করি ও তাঁহার কাছে আমরা সেই আশীৰ্ব্বাদ ভিক্ষা করি।

সম্পূর্ণ