পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪০২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
Nasirkhan (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh|৩৯৬|মুর্শিদাবাদ-কাহিনী|৩৯৬}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{C|{{xx-larger|নন্দকুমারের পত্র}}}}


{{C|শ্রীশ্রীহরি। শরণম্।}}
নন্দকুমারের পত্র

S শ্ৰীশ্ৰীহরি। শরণম্।
প্রাণাধিক শ্ৰীযুক্ত রাধাকৃষ্ণ রায় ভায়া চিরঞ্জীবেষু পরম শুভাশীর্বাদ শিবঞ্চ আগে তোমার মঙ্গল সর্বদা শ্রীশ্রী9 স্থানে প্রার্থনা করিতেছি তাহাতে প্রাণ রক্ষা পাইতেছে পরং সকল সমাচার শ্রীযুক্ত বৈদ্যনাথ মজুমদার দ্বারায় পূর্ব পত্রে লিখিয়াছি তাহাতে জ্ঞাত হইয়া থাকিবা । আদ্য চারি রোজ এথা পৌঁছিয়াছি ইহার মধ্যে একটি অন্ন যদি দেখিয়া থাকি তবে সে অভক্ষ্য মুখ প্রক্ষালনাদি কিছুই করিতে পারি নাই নাসান্ত্রে প্রাণ হইল ফজৗহৎ যত যত পাইলাম তাহা কত লিখিব তবে যে প্রাণ ধারণ করিয়া আছি সে কেবল তোমার রোক খোসবাগে পাইয়াছিলাম সেইক্লমে জীবিত আছি সংপ্ৰতি যদি আমার প্রাণরক্ষা করা থাকে তবে পত্র পাঠ করিবামাত্র শ্ৰীসূর্যনারায়ণ মজুমদারের নিকট তুমি এবং শ্রীযুক্ত পিতৃব্যঠাকুর ও শ্রীযুক্ত দিননাথ সামন্ত ও শ্রীরামকান্ত মজুমদার সকলে যাইয়া শ্রীযুক্ত সেখ হিদাতুল্লা জিউকে তাহার লিখন করিয়া পাঠাবা এই ধারাতে যে নন্দকুমারের ভাই ও উকিল সকলে এইখানে এক রফা করিয়া শ্ৰীযুক্ত 9সাহেবের পরওয়ানা করিয়া পশ্চাৎ পাঠাইবে সম্প্রতি নন্দকুমারকে তস্দি না দিবে যদি এরূপ লিখন নাগাদি ৩রা ভাদ্র এথা পৌছে তবে যে আমার প্রাণ বঁচিতে পারে নতুবা বাজ হইলে এ জন্মের মতন বিদায় হইলাম ইহা নিশ্চয় জানিব। যদি দুর্ভাগ্যবশত বাগহানিতে ঠেকিয়াছি তবে কমোবেশেতে তথাতে রক্ষা করিব আমি তথায় পৌছিয়া তাহার জায়দাদ করিয়া দিব অতএব এসময় তুমি কমর বাধিয়া আমার উদ্ধার করিতে পার তবেই যে হউক নচেৎ আমার নাম লোপ হইল ইহা মকর রর জানিবা নাগাদি ৩রা ভাদ্র তথাকার রোয়দাদ সমেত মজুমদারের লিখন সম্বলিত মনুষ্য কাসেদ এথা পৌঁছে তাহা করিব এ বিষয় এক পত্র লক্ষ হইতে অধিক জানিবা আমার দিব্য দিব্য আর এক পত্র আমি শ্রীযুক্ত সূৰ্যনারায়ণ মজুমদারকে লিখিলাম ইহা তাহাকে দিবা এবং লিখনের জওয়াবও সে জিউকে লিখন লইয়। রাতি বিরাতি এথা পাঠাইবা ইহাতে যদি কদাচিৎ গাফিলি কর তবে আমার হত্যার ভাগী হইয়া এবং আমার অনাহুত অপমৃত্যু হইবে ইহা নিজস নিজস জানিব। আর সেখানে যে যে বড় মানুষ মুরুন্ধী আছেন তাহাদিগের নামের ফর্দ পাঠাই তাহাতে ওয়াকিব হইয়া যেখানে যেমত ধারায় হয় সর্বত্র যাতায়াত করিয়া আমার উদ্ধারের চেষ্টা করিবা তোমাকে যে পুনশ্চ পুনঃ লিখি সে অধিক কেবল অতিক্ৰমে লিখিলাম শ্রীযুক্ত মহাশয়কে আমার সমাচার নিবেদন লিখিবে এবং শ্রীল শ্রীযুক্ত কেবলকৃষ্ণ রায় ভায়াকে আমার জবানী আশীৰ্বাদ অনেক অনেক লিখিবে অধিক কি লিখিব ইতি তারিখ ৩১ শ্রাবণ । কাসাঁদরা যেমন তথায় পৌঁছে তাহার সমাচার লিখিবা এবং যে সময় বাহির হয় সে সময়ের সমাচার লিখিবা ও অতিশীঘ্র মজুমদারের লিখন সমেত এ কাসাঁদ জোড়িকে -রাহি করিবা যদি পার তবে ২॥o আড়াই টাকা আড়কাট কাসাঁদকে তথায় দিব৷ ইতি ।
{{gap}}প্রাণাধিক শ্রীযুক্ত রাধাকৃষ্ণ রায় ভায়া চিরঞ্জীবেষ্ণু পরম শুভাশীর্বাদ শিবঞ্চ আগে তােমার মঙ্গল সর্বদা শ্রীশ্রী স্থানে প্রার্থনা করিতেছি তাহাতে প্রাণ রক্ষা পাইতেছে পরং সকল সমাচার শ্রীযুক্ত বৈদ্যনাথ মজুমদার দ্বারায় পূর্ব পত্রে লিখিয়াছি তাহাতে জ্ঞাত হইয়া থাকিবা। অদ্য চারি রােজ এথা পৌছিয়াছি ইহার মধ্যে একটি অন্ন যদি দেখিয়া থাকি তবে সে অভক্ষ্য মুখ প্রক্ষালনাদি কিছুই করিতে পারি নাই নাসাগ্রে প্রাণ হইল ফজীহৎ যত যত পাইলাম তাহা কত লিখিব তবে যে প্রাণ ধারণ করিয়া আছি সে কেবল তােমার রােকা খােসবাগে পাইয়াছিলাম সেইকমে জীবিত আছি সংপ্রতি যদি আমার প্রাণরক্ষা করা থাকে তবে পত্র পাঠ করিবামাত্র শ্রীসূর্যনারায়ণ মজুমদারের নিকট তুমি এবং শ্রীযুক্ত পিতৃব্যঠাকুর ও শ্রীযুক্ত দিননাথ সামন্ত ও শ্রীরামকান্ত মজুমদার সকলে যাইয়৷ শ্ৰীযুক্ত সেখ হিদাতুল্লা জিউকে তাহার লিখন করিয়া পাঠাব এই ধারাতে যে নন্দকুমারের ভাই ও উকিল সকলে এইখানে এক রফ করিয়া শ্ৰীযুক্ত সাহেবের পরওয়ানা করিয়া পশ্চাৎ পাঠাইবে সম্প্রতি নন্দকুমারকে তসূদি না দিবে যদি এরূপ লিখন নাগাদি ৩রা ভাদ্র এথা পেীছে তবে যে আমার প্রাণ বাঁচিতে পারে নতুবা ব্যজ হইলে এ জন্মের মতন বিদায় হইলাম ইহা নিশ্চয় জানিবা যদি দুর্ভাগ্যবশত বাগহানিতে ঠেকিয়াছি তবে কমােবশেতে তথাতে রক্ষা করিবা আমি তথায় পৌছিয়া তাহার জায়দাদ করিয়া দিব অতএব এসময় তুমি কমর বাঁধিয়া আমার উদ্ধার করিতে পার তবেই যে হউক নচেৎ আমার নাম লােপ হইল ইহা মকররর জানিবা নাগাদি ৩রা ভাদ্র তথাকার রােয়দাদ সমেত মজুমদারের লিখন সম্বলিত মনুষ্য কাসেদ এথা পৌছে তাহা করিব৷ এ বিষয় এক পত্র লক্ষ হইতে অধিক জানিবা আমার দিব্য দিব্য আর এক পত্ৰ আমি শ্রীযুক্ত সূর্যনারায়ণ মজুমদারকে লিখিলাম ইহা তাহাকে দিবা এবং লিখনের জওয়াবও সে জিউকে লিখন লইয়া রাতি বিরাতি এথা পাঠাইবা ইহাতে যদি কদাচিৎ গাফিলি কর তবে আমার হত্যার ভাগী হইয়া এবং আমার অনাহূত অপমৃত্যু হইবে ইহা নিজস নিস জানিবা আর সেখানে যে যে বড় মানুষ মুরুব্বী আছেন তাহাদিগের নামের ফদ পাঠাই তাহাতে ওয়াকিব হইয়া যেখানে যেমত ধারায় হয় সর্বত্র যাতায়াত করিয়া আমার উদ্ধারের চেষ্টা করিবা তােমাকে যে পুনশ্চ পুনঃ লিখি সে অধিক কেবল অতিক্রমে লিখিলাম শ্রীযুক্ত মহাশয়কে আমার সমাচার নিবেদন লিখিবে এবং শ্রীল শ্ৰীযুত কেবলকৃষ্ণ রায় ভায়াকে আমার জবানী আশীর্বাদ অনেক অনেক লিখিবে অধিক কি লিখিব ইতি তারিখ ৩১ শ্রাবণ।
{{gap}}কাসীদরা যেমন তথায় পৌছে তাহার সমাচার লিখিব এবং যে সময় বাহির হয় সে সময়ের সমাচার লিখিবা ও অতিশীঘ্র মজুমদারের লিখন সমেত এ কাসীদ জোড়িকে রাহি করিবা যদি পার তবে ২lo আড়াই টাকা আড়কাট কাসীদকে তথায় দিব৷ ইতি।