পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট পরিষ্কার করছে, কোন সমস্যা?
 
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৫ নং লাইন: ৫ নং লাইন:
ঘরের থেকে এনেছিলেম
ঘরের থেকে এনেছিলেম
:::::::প্রদীপ জ্বেলে;
:::::::প্রদীপ জ্বেলে;
ডেকেছিলেম, “আয় রে তােরা
ডেকেছিলেম, “আয় রে তোরা
:::::::পথের ছেলে।”
:::::::পথের ছেলে।”
বলেছিলেন, “সন্ধ্যা হল,
বলেছিলেন, “সন্ধ্যা হল,
তােমরা পূজার কুসুম তােলো,
তোমরা পূজার কুসুম তোলো,
আমার প্রদীপ দেবে পথে
আমার প্রদীপ দেবে পথে
:::::::কিরণ মেলে।”
:::::::কিরণ মেলে।”
১৫ নং লাইন: ১৫ নং লাইন:
পথের আঁধার পথে রেখে
পথের আঁধার পথে রেখে
:::::::এলেম ফিরে;
:::::::এলেম ফিরে;
প্রদীপ হাতে পথ দেখানাে
প্রদীপ হাতে পথ দেখানো
:::::::ছেড়েছি রে।
:::::::ছেড়েছি রে।
এবার বলি, “ওগাে আলো,
এবার বলি, “ওগো আলো,
আমায় তুমি আপনি জ্বালাে;
আমায় তুমি আপনি জ্বালো;
ভাঙা প্রদীপ পথের ধুলায়
ভাঙা প্রদীপ পথের ধুলায়
:::::::দিলেম ফেলে।”</poem>}}
:::::::দিলেম ফেলে।”</poem>}}