পাতা:মাঝির ছেলে - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট অনাকাঙ্ক্ষিত ফাঁক সরাচ্ছে, কোন সমস্যা?
বট পরিষ্কার করছে, কোন সমস্যা?
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৫ নং লাইন: ৫ নং লাইন:
{{gap}}ভিমনা জবাব দিলে, “তারপর কত কি আছে কর্তা, ভাবেন ক্যান? তলে তলে কত ব্যবসা ঢলে তার কি হিসাব আছে!”
{{gap}}ভিমনা জবাব দিলে, “তারপর কত কি আছে কর্তা, ভাবেন ক্যান? তলে তলে কত ব্যবসা ঢলে তার কি হিসাব আছে!”


{{gap}}কথা যে তার মিথ্যা নয়। ধীরে ধীরে তার প্রমাণ পাওয়া যেতে লাগিল। ভিমনার মারফত এর কাছ থেকে ওর কাছ থেকে আসতে লাগল। ভিমনার ছোট বড় নানা রকম কাজের চুক্তিতে জলকন্যা যাতায় ৩ করতে লাগল। এখান থেকে ওখানে আর পয়সা আসতে লাগল হুহু করে। মাসখানেকের মধ্যে ডেনিসের কাছ থেকে আরেকবার ডাক এল। চাঁদপুর থেকে ছোট বড় কয়েকবাক্স কমললেবু নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিলি করতে হবে। খান দশেক অর্ধেক ছেড়া পাঁচ টাকার নোট ডেনিস যাদববাবুর হাতে দিল, এক এক জায়গায় একখানা নােটের বাকী অর্ধেক দেখিয়ে লোকে কমলালেবুর বাক্স ডেলিভারি নেবে। প্ৰত্যেকটি বাক্সে নম্বর দেওয়া ছিল। জায়গার নাম, লোকের নাম এবং কে কত নম্বর বাক্স নেবে তার একটি লিস্টও ডেনিস যাদববাবুকে দিল।
{{gap}}কথা যে তার মিথ্যা নয়। ধীরে ধীরে তার প্রমাণ পাওয়া যেতে লাগিল। ভিমনার মারফত এর কাছ থেকে ওর কাছ থেকে আসতে লাগল। ভিমনার ছোট বড় নানা রকম কাজের চুক্তিতে জলকন্যা যাতায় ৩ করতে লাগল। এখান থেকে ওখানে আর পয়সা আসতে লাগল হুহু করে। মাসখানেকের মধ্যে ডেনিসের কাছ থেকে আরেকবার ডাক এল। চাঁদপুর থেকে ছোট বড় কয়েকবাক্স কমললেবু নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিলি করতে হবে। খান দশেক অর্ধেক ছেড়া পাঁচ টাকার নোট ডেনিস যাদববাবুর হাতে দিল, এক এক জায়গায় একখানা নোটের বাকী অর্ধেক দেখিয়ে লোকে কমলালেবুর বাক্স ডেলিভারি নেবে। প্ৰত্যেকটি বাক্সে নম্বর দেওয়া ছিল। জায়গার নাম, লোকের নাম এবং কে কত নম্বর বাক্স নেবে তার একটি লিস্টও ডেনিস যাদববাবুকে দিল।


{{gap}}ঘুরে ঘুরে সবগুলি বাক্সের ডেলিভারি দিতে সময় লাগল প্রায় দু'দিন। শেষদিন শেষ নামটি দেবার সময় বাইরে থেকে বেশ বোঝা গেল যে ভিতরে কমলালেবুগুলি একটু খারাপ হয়ে গেছে। বাক্সগুলির মধ্যে সত্যসত্যই কমলালেবু ছিল, তবে প্রত্যেক বাক্সের ভিতরে মাঝখানের কতকগুলি লেবুর মধ্যে গোঁজা ছিল কোকেন ভরা ছোট ছোট লোহার টিউব।
{{gap}}ঘুরে ঘুরে সবগুলি বাক্সের ডেলিভারি দিতে সময় লাগল প্রায় দু'দিন। শেষদিন শেষ নামটি দেবার সময় বাইরে থেকে বেশ বোঝা গেল যে ভিতরে কমলালেবুগুলি একটু খারাপ হয়ে গেছে। বাক্সগুলির মধ্যে সত্যসত্যই কমলালেবু ছিল, তবে প্রত্যেক বাক্সের ভিতরে মাঝখানের কতকগুলি লেবুর মধ্যে গোঁজা ছিল কোকেন ভরা ছোট ছোট লোহার টিউব।