পাতা:টোকিও বেতার বক্তৃতা - সুভাষচন্দ্র বসু.ogg: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১১ নং লাইন: ১১ নং লাইন:
{{gap}}আমি জানি যে ইংরাজি শিক্ষা ও ইংরাজের প্রোপাগান্ডার প্রভাবের দরুণ কতিপয় ভারতবাসী অ্যাক্সিস শক্তিদের সততার ব্যাপারে অত্যন্ত সন্দিহান। এই সব দেশবাসীদের আমি অনুরোধ করিতে চাই তাঁহারা যেন আমায় বিশ্বাস করেন। আমি তো আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু করিব না! এবং আমাকে কেহ প্রতারিত করিতেও পারিবে না। প্রবল-পরাক্রান্ত ব্রিটিশ রাজ সারা জীবন আমাকে নির্যাতন করিয়া এবং এগারো মাস আমাকে কারারুদ্ধ করিয়াও যখন আমাকে কাবু করিতে পারিল না, তখন আর কোন পার্থিব শক্তি তাহা করিতে পারিবে না। এবং চালাক-চতুর ও ক্রূর প্রকৃতির ব্রিটিশ রাজনীতিবিদ্ যখন আমাকে প্রলুব্ধ বা প্রতারিত করিতে পারিল না, তখন পৃথিবীতে আর কেহ তাহা করিতে পারিবে না।
{{gap}}আমি জানি যে ইংরাজি শিক্ষা ও ইংরাজের প্রোপাগান্ডার প্রভাবের দরুণ কতিপয় ভারতবাসী অ্যাক্সিস শক্তিদের সততার ব্যাপারে অত্যন্ত সন্দিহান। এই সব দেশবাসীদের আমি অনুরোধ করিতে চাই তাঁহারা যেন আমায় বিশ্বাস করেন। আমি তো আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু করিব না! এবং আমাকে কেহ প্রতারিত করিতেও পারিবে না। প্রবল-পরাক্রান্ত ব্রিটিশ রাজ সারা জীবন আমাকে নির্যাতন করিয়া এবং এগারো মাস আমাকে কারারুদ্ধ করিয়াও যখন আমাকে কাবু করিতে পারিল না, তখন আর কোন পার্থিব শক্তি তাহা করিতে পারিবে না। এবং চালাক-চতুর ও ক্রূর প্রকৃতির ব্রিটিশ রাজনীতিবিদ্ যখন আমাকে প্রলুব্ধ বা প্রতারিত করিতে পারিল না, তখন পৃথিবীতে আর কেহ তাহা করিতে পারিবে না।


{{gap}}বন্ধুগণ, আপনারা জানেন যে ১৯৪০ সালের শেষদিকে আমি যখন দেখিলাম যে মহাত্মা গান্ধী পরিশেষে সত্যাগ্রহ সংগ্রাম আরম্ভ করিয়াছেন, আমি তখন অনুভব করিলাম যে এখন পৃথিবীর সম্মুখে ভারতের মান-মর্যাদা রক্ষা হইল। এবং অতঃপর ভারতের বিপ্লব আন্দোলন এরূপ ব্যাপকভাবে এবং নূতন প্রণালীতে চালাইতে হইবে যাহাতে আমাদের স্বাধীনতার প্রচেষ্টা সার্থক ও সাফল্যমণ্ডিত হয়।
{{gap}}বন্ধুগণ, আপনারা জানেন যে ১৯৪০ সালের শেষদিকে আমি যখন দেখিলাম যে মহাত্মা গান্ধী পরিশেষে সত্যাগ্রহ সংগ্রাম আরম্ভ করিয়াছেন, আমি তখন অনুভব করিলাম যে এখন পৃথিবীর সম্মুখে ভারতের মান-মর্যাদা রক্ষা হইল। এবং অতঃপর ভারতের বিপ্লব আন্দোলন এরূপ ব্যাপকভাবে এবং নূতন প্রণালীতে চালাইতে হইবে যাহাতে আমাদের স্বাধীনতার প্রচেষ্টা সার্থক ও সাফল্যমণ্ডিত হয়। এই উদ্দেশ্যসিদ্ধির জন্য তিনটি বস্তুর একান্ত প্রয়োজন আমি অনুভব করি। প্রথমত, বিশ্ব-পরিস্থিতি এবং বিশেষ করিয়া যুদ্ধ-পরিস্থিতির নিরপেক্ষ ও সঠিক সংবাদ সংগ্রহ করা। দ্বিতীয়ত, অ্যাক্সিস শক্তিদের সহিত সংযোগ স্থাপন করা এবং তৃতীয়ত, প্রবাসী ভারতবাসীদের সহায়তা সংগ্রহ করা।

{{gap}}বন্ধুগণ, আজ আমি সানন্দে আপনাদিগকে জানাইতে পারি যে আমার এই তিনটি উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। বিশ্ব-পরিস্থিতির সঠিক খবর আমরা পাইয়াছি এবং পাইতেছি। পাইয়া আমাদের এই ধারণা বদ্ধমূল হইয়াছে যে অন্তিমে আমাদেরই জয় এবং ইংরাজের পরাজয় হইবে। দ্বিতীয়ত, আমরা বুঝিয়াছি যে অ্যাক্সিস শক্তিরা এবং বিশেষ করিয়া জাপান ভারতের বাহিরে ভারতবাসীর স্বাধীনতা-সংগ্রামের সর্বশ্রেষ্ঠ বন্ধু ও সহায়ক। তৃতীয়ত, আমাদের শত্রু কর্তৃক অধিকৃত দেশে ছাড়া যত ভারতবাসী আজ ভারতের বাহিরে প্রবাসে আছেন, তাঁহারা সকলেই এক বিরাট আন্তর্জাতিক সঙ্ঘে সুসংবদ্ধ হইয়াছেন। তাঁহারা একদিকে ভারতের আভ্যন্তরীণ ঘটনাবলীর সহিত সংযোগ রাখিতেছেন এবং অপর দিকে আন্তর্জাতিক ব্যাপারের সহিত সংশ্লিষ্ট আছেন।