পাতা:টোকিও বেতার বক্তৃতা - সুভাষচন্দ্র বসু.ogg: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১৫ নং লাইন: ১৫ নং লাইন:
{{gap}}বন্ধুগণ, আজ আমি সানন্দে আপনাদিগকে জানাইতে পারি যে আমার এই তিনটি উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। বিশ্ব-পরিস্থিতির সঠিক খবর আমরা পাইয়াছি এবং পাইতেছি। পাইয়া আমাদের এই ধারণা বদ্ধমূল হইয়াছে যে অন্তিমে আমাদেরই জয় এবং ইংরাজের পরাজয় হইবে। দ্বিতীয়ত, আমরা বুঝিয়াছি যে অ্যাক্সিস শক্তিরা এবং বিশেষ করিয়া জাপান ভারতের বাহিরে ভারতবাসীর স্বাধীনতা-সংগ্রামের সর্বশ্রেষ্ঠ বন্ধু ও সহায়ক। তৃতীয়ত, আমাদের শত্রু কর্তৃক অধিকৃত দেশে ছাড়া যত ভারতবাসী আজ ভারতের বাহিরে প্রবাসে আছেন, তাঁহারা সকলেই এক বিরাট আন্তর্জাতিক সঙ্ঘে সুসংবদ্ধ হইয়াছেন। তাঁহারা একদিকে ভারতের আভ্যন্তরীণ ঘটনাবলীর সহিত সংযোগ রাখিতেছেন এবং অপর দিকে আন্তর্জাতিক ব্যাপারের সহিত সংশ্লিষ্ট আছেন। যাঁহারা ইংরাজের সকল প্রকার অত্যাচার, নির্যাতন ও নৃশংসতা অগ্রাহ্য করিয়া ভারতের ভিতরে মুক্তির সংগ্রাম চালাইয়া আসিতেছেন, ঠিক সময় তাঁহাদের নিকট প্রয়োজনীয় সাহায্য পৌঁছাইয়া দিবার জন্য প্রবাসী ভারতবাসীদের প্রতিষ্ঠান এখন সকল আয়োজন করিতেছে।
{{gap}}বন্ধুগণ, আজ আমি সানন্দে আপনাদিগকে জানাইতে পারি যে আমার এই তিনটি উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। বিশ্ব-পরিস্থিতির সঠিক খবর আমরা পাইয়াছি এবং পাইতেছি। পাইয়া আমাদের এই ধারণা বদ্ধমূল হইয়াছে যে অন্তিমে আমাদেরই জয় এবং ইংরাজের পরাজয় হইবে। দ্বিতীয়ত, আমরা বুঝিয়াছি যে অ্যাক্সিস শক্তিরা এবং বিশেষ করিয়া জাপান ভারতের বাহিরে ভারতবাসীর স্বাধীনতা-সংগ্রামের সর্বশ্রেষ্ঠ বন্ধু ও সহায়ক। তৃতীয়ত, আমাদের শত্রু কর্তৃক অধিকৃত দেশে ছাড়া যত ভারতবাসী আজ ভারতের বাহিরে প্রবাসে আছেন, তাঁহারা সকলেই এক বিরাট আন্তর্জাতিক সঙ্ঘে সুসংবদ্ধ হইয়াছেন। তাঁহারা একদিকে ভারতের আভ্যন্তরীণ ঘটনাবলীর সহিত সংযোগ রাখিতেছেন এবং অপর দিকে আন্তর্জাতিক ব্যাপারের সহিত সংশ্লিষ্ট আছেন। যাঁহারা ইংরাজের সকল প্রকার অত্যাচার, নির্যাতন ও নৃশংসতা অগ্রাহ্য করিয়া ভারতের ভিতরে মুক্তির সংগ্রাম চালাইয়া আসিতেছেন, ঠিক সময় তাঁহাদের নিকট প্রয়োজনীয় সাহায্য পৌঁছাইয়া দিবার জন্য প্রবাসী ভারতবাসীদের প্রতিষ্ঠান এখন সকল আয়োজন করিতেছে।


{{gap}}বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকিবে যে আমি ইতিপূর্বে বহুবার আপনাদিগকে বলিয়াছি এবং প্রতিশ্রুতি দিয়াছি যে যখন আমাদের আকাঙ্ক্ষিত শুভ মুহূর্ত উপস্থিত হইবে, তখন আমি এবং আমার সঙ্গে আরও অনেকে আপনাদিগের পাশে আসিয়া দাঁড়াইবে।
{{gap}}বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকিবে যে আমি ইতিপূর্বে বহুবার আপনাদিগকে বলিয়াছি এবং প্রতিশ্রুতি দিয়াছি যে যখন আমাদের আকাঙ্ক্ষিত শুভ মুহূর্ত উপস্থিত হইবে, তখন আমি এবং আমার সঙ্গে আরও অনেকে আপনাদিগের পাশে আসিয়া দাঁড়াইবে। আমরা সকলে তখন একসঙ্গে লড়িব এবং দুঃখভোগ করিব; এবং তারপর একসঙ্গে আমরা সাফল্য ও স্বাধীনতার গৌরব অর্জন করিব।

{{gap}}আজ আমি ভারতের সীমান্ত হইতে বেশি দূরে নই। আপনারা জানেন যে ১৯৪১ সালের জানুয়ারি মাস হইতে আজ পর্যন্ত আমার গতিবিধি কেহ রোধ করিতে পারে নাই। অতএব আমি যেদিন ভারতের সীমান্ত পুনরায় অতিক্রম করিয়া দেশে ফিরিব এবং স্বাধীনতা-সংগ্রামের শেষ অধ্যায়ে যোগদান করিব, সেদিনও কোন পার্থিব শক্তি আমার পথ রোধ করিতে পারিবে না।

{{gap}}স্বদেশবাসী বন্ধুগণ, পরিশেষে যে সব সাথী আজ অন্তরীণের অথবা কারাবাসের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ করিতেছেন, আপনাদের মারফত দিয়া আমি তাঁহাদের নিকট আমার সাদর অভিনন্দন ও প্রীতিপূর্ণ শুভ ইচ্ছা প্রেরণ করিতে চাই।