কোরান-কণিকা/উদ্বোধন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক | শিরোনাম = ../ | লেখক = | অনুবাদক = মীর ফজলে আলী | অন..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

২১:০৬, ১২ এপ্রিল ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

উদ্বোধন

সূরাহ্‌—ফাতেহাহ্‌[১]

(মক্কায় অবতীর্ণ—৭ আয়াত)

দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা’লার নামে।

যত গুণগান 'তোমারি, মহান্‌',[২]
তুমি হে জগত-পাতা,
দয়াময়, কৃপা দাতা।

বিচার দিনের তুমি অধিপতি,
তোমারেই মোরা করি গো প্রণতি,
যাচি হে তোমার সহায়, শকতি।

যে পথে চলিয়া পথিক সকল—
পেয়েছে তোমারি আশীষ-মঙ্গল;
দেখাও সে পথ—সঠিক, সরল।

কুপিত হয়েছ যাদের কারণ,
বিপথে যাহারা করেছে গমন,
ওদের সে পথে নিও না কখন।

—আমীন[৩]
  1. ফাতেহাহ্‌–উন্মুক্তকরণ, ভাবার্থে উদ্বোধন; অবতরণিকা। কোরানে এই সূরাহ্‌ প্রথম স্থান পাইয়াছে। এই সূরাহ্‌ দ্বারা 'নামায' (উপাসনা) আরম্ভ করা হয়। স্তুতিগান, কৃতজ্ঞতাস্বীকার এবং প্রার্থনা—এই তিনটি বিষয় এই সূরা'র বৈশিষ্ট্য রক্ষা করিয়াছে। ভাব ও ভাষার দিক দিয়া ইহা অতুলনীয়।
  2. 'তোমারি মহান্‌' স্থলে 'সকলি খোদার' অনুবাদ করিলে মূল আরবী শব্দের অর্থ বজায় থাকিত। কিন্তু কবিতার লালিত্য নষ্ট হয়; তাই করি নাই।
  3. আমীন—তথাস্তু, তাহাই হোক অর্থে সুরা'র আবৃত্তির শেষে উচ্চারিত হইয়া থাকে।